Viral Video: বেডে খোশমেজাজে গল্প করছেন ওসি! ভিডিয়ো ঘিরে মীনাক্ষীদের চাঞ্চল্যকর অভিযোগ

Viral Video: স্বাতী বারিকের ভিডিয়ো সামনে আসার পর সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হল বামেদের তরফে।

Viral Video: বেডে খোশমেজাজে গল্প করছেন ওসি! ভিডিয়ো ঘিরে মীনাক্ষীদের চাঞ্চল্যকর অভিযোগ
বাঁদিকে ওসি-র ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া ছবি

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 05, 2025 | 11:51 PM

মেদিনীপুরের মহিলা থানার ওসি স্বাতী বারিকের হাসপাতালের ভিডিয়ো ঘিরে প্রশ্ন তুলল বামেরা।
বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, মহিলা থানার ওসি কোনও এক হাসপাতালের বেডে বসে খোশ মেজাজে বসে গল্প করছেন অন্য এক পুলিশ আধিকারিকের সঙ্গে। সেই ভিডিয়ো নিয়েই প্রশ্ন তুলেছেন বামপন্থী কর্মীরা।

গত জানুয়ারি মাসে স্যালাইন কাণ্ড নিয়ে অভিযোগ সামনে আসার পর মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান বামেরা। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ডিওয়াইএফআই-এর কর্মীরা যে তীব্র বিক্ষোভ দেখান, সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষও তৈরি হয়। অভিযোগ ছিল, বাম কর্মীদের হাতে নিগৃহীত হন ওই পুলিশ অফিসার স্বাতী বারিক। এই ইস্যুতে মীনাক্ষী সহ শতাধিক বাম কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করাও হয়েছিল।

স্বাতী বারিকের ভিডিয়ো সামনে আসার পর সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হল বামেদের তরফে। বামেদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যদি অফিসার আহতই হতেন তাহলে এভাবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে বসে খোশমেজাজে আড্ডা মারতে পারতেন না তিনি। বামেদের অভিযোগ, বিরোধী রাজনৈতিক দল যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনও আন্দোলন করতে না পারে, তার জন্যই এই অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগও উঠেছে।

ভাইরাল ভিডিয়ো নিয়ে জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি এখনও ভিডিয়োটি সেভাবে দেখেননি। তবে এই ধরনের কোন ঘটনা নেই বলেই তিনি দাবি করেছেন। তাঁর দাবি, পুলিশকে অপদস্থ করার জন্য এই ধরনের কাজ করছে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব।