
বর্ধমান: আদর করার ছলে হাসপাতাল থেকে শিশু চুরি। গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় চুরি যাওয়া শিশুকে কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। পাশাপাশি শিশু চুরির ঘটনায় দুই অভিযুক্ত মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের নাম রিঙ্কি খাতুন ওরফে রুমকি খাতুন। বাড়ি বর্ধমানের বিজয়রামে। ধৃত অন্য মহিলার নাম মিনিরা বিবি। বাড়ি বর্ধমানের কেষ্টপুরে। সম্পর্কে তাঁরা মা ও মেয়ে।
গতকাল শিশু চুরির ঘটনা সংবাদ মাধ্যমে সম্প্রচারের পরই এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় রিঙ্কি খাতুনের কোলে থাকা শিশুকে নিয়ে। প্রতিবেশী কয়েকজন বর্ধমানের খাগড়াগড়ের উত্তরপাড়ায় ভাড়াবাড়িতে থাকা রিঙ্কি খাতুনের বাড়িতে যান। রিঙ্কি ও তাঁর মা মিনিরা বিবি সদ্যোজাত বললেও তাঁদের সন্দেহ হয়। তখন তাঁরা বর্ধমান থানায় খবর দেন। খবর পেয়েই বর্ধমান থানার পুলিশ খাগড়াগড়ের উত্তরপাড়ায় গিয়ে চুরি যাওয়াকে শিশুকে উদ্ধার করে।
ধৃত রিঙ্কি খাতুনের প্রতিবেশী শেখ মেহের আলি বলেন, “সন্ধ্যা ৫টার সময় বাড়িতে বাচ্চাটিকে নিয়ে আসে। ওঁরা এখানকার স্থায়ী বাসিন্দা নন। মাস কয়েক আগে এই বাড়িতে ভাড়ায় এসেছেন।” স্থানীয় বাসিন্দা নাজমা খাতুন বলেন, “আমরা বাচ্চা হয়েছে শুনে বাড়িতে দেখতে যাই। রিঙ্কি খাতুন ও তাঁর মা মিনিরা বিবি বলেন, আজ দুপুর ১২টার সময় বাচ্চা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আমি বর্ধমান মেডিক্যাল কলেজের নার্সিং বিভাগে প্রশিক্ষণ নিচ্ছি। বাচ্চাটি দেখে আমার সন্দেহ হয়। একদিনের বাচ্চা কী করে এতবড় হয়। তাছাড়া হাসপাতাল থেকেও এত তাড়াতাড়ি ছুটি দেবে না।” একই রকম সন্দেহ হয় প্রতিবেশী রেবিনা বিবিরও। এরপরই গোটা বিষয়টি নিয়ে পাড়ায় হইচই শুরু হয়। খবর দেওয়া হয় বর্ধমান থানায়। খবর পেয়েই পুলিশ যায়। বাচ্চা ও দুই মহিলাকে থানায় নিয়ে যায়। থানায় জিজ্ঞাসাবাদের সময় মা ও মেয়ে ভেঙে পড়েন। জানান, তাঁরা শিশুটিকে চুরি করেছেন। এরপরই পুলিশ রিঙ্কি খাতুন ওরফে রুমকি খাতুন ও তাঁর মা মিনিরা বিবিকে গ্রেফতার করে। মিনিরা বিবি এলাকায় পরিচারিকার কাজ করেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।
অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে ভর্তি করা হয় রাতে। শিশুকে ওই দুই মহিলা কেন চুরি করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বাচ্চাকে ফিরে পেয়ে খুশি পরিবার। পুলিশকে ধন্যবাদ জানান শিশুটির বাবা সুজল শেখ।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর ১টার সময় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ১৮ দিনের ওই শিশুপুত্রকে চুরির অভিযোগ ওঠে। আউটডোরের শিশু বিভাগে শিশুটিকে দেখাতে নিয়ে এসেছিলেন তার মা সেলেফা খাতুন। প্রসূতি বিভাগের বহিঃবিভাগের বারান্দায় সেলেফা খাতুন ও তাঁর মা শিশুটিকে নিয়ে বসে ছিলেন। সেই সময়ই এক হলুদ রঙের চুড়িদার পরিহিত মহিলা তাঁদের কাছে এসে শিশুটিকে আদর করার কথা বলে নেন। আচমকা ওই মহিলা শিশুটিকে কোলে নিয়েই সেখান থেকে উধাও হয়ে যান।