কাঁথি: সমবায় ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর। আর সেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই রবিবার ভোট হল কাঁথি সমবায় ব্যাঙ্কে। নির্বাচনে শাসকদল তৃণমূলের কাছে বিরোধীরা কার্যত খড়কুটোর মতো উড়ে গেল। ১০৮টি আসনের মধ্যে তৃণমূল জিতল ১০১টি আসনে। ফল ঘোষণার পর ভোট লুঠের অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন।
কাঁথির সমবায় ব্যাঙ্কের এই নির্বাচন ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে এদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কারচুপি রুখতে সিসিটিভি ক্যামেরা ছিল বুথে বুথে। ১০৮টি আসনে প্রার্থী ছিলেন ৪৩০ জন। ১৪টি সেন্টারে ভোট হয়। ৮০ হাজারের বেশি ভোটার ছিলেন। ভোটগ্রহণের পর গণনা শুরু হয়। ১০৮টি আসনের মধ্যে ১০১টি আসনে জয়ী হয় তৃণমূল। ৬টি পায় বিজেপি। আর একটি আসনে জয়ী হন নির্দল প্রার্থী।
কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনের ফল বেরনোর পর তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, “কাঁথি সমবায় ব্যাঙ্কে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিরোধীরা বিশেষ করে বিজেপি কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছিল। তারা গোহারান হেরেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।”
অন্যদিকে, শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ভোট লুঠ হয়েছে। ছাপ্পা ভোট হয়েছে। এবং মৃত ভোটারদের ভোট পড়েছে। বিজেপি আদালতে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।