মস্কো: যুদ্ধের শুরুটা করেছিল রাশিয়া। শেষটা কি ইউক্রেনের হাতে হবে? রাশিয়ার থেকে তুলনামূলকভাবে কম শক্তিধর দেশ হলেও, তারা যে এক চুল মাটি ছাড়তে রাজি নয়, তা বিগত দুই বছর ধরেই জানান দিচ্ছে। ইউক্রেনকে আর্থিক, সামরিক সাহায্য করছে আমেরিকা। এবার আমেরিকায় হওয়া ৯/১১-র ধাঁচেই রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল আল কায়েদা। আত্মঘাতী বিমান গিয়ে ধাক্কা দিয়েছিল বিল্ডিংয়ে। ধ্বংস হয়ে যায় বিল্ডিংটি। ওই ঘটনায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৬ হাজারেরও বেশি মানুষ। ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর প্রাণঘাতী হামলা মনে করা হয় ৯/১১ হামলাকে।এবার সেই ধাঁচেই রাশিয়ায় হামলা।
Ukraine Resorts to 911-Like Drone Attack on Russia! Since the beginning of the Russia-Ukraine conflict, Ukrainian drones have been intercepted multiple times in Moscow and other regions of Russia. However, only a few UAVs have successfully reached their intended targets. pic.twitter.com/wSh7WgHUo3
— Awanish Tiwari (@awanish_T) December 21, 2024
আজ, শনিবার ইউক্রেন রাশিয়ার কাজান শহরে একসঙ্গে ৬টি বিল্ডিংয়ে ড্রোন হামলা চালায়। বিস্ফোরণে হতাহতের খবর এখনও জানা যায়নি। তবে হামলার পরই বিল্ডিংগুলি খালি করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলও। বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে।
🚨 #Ukraine has launched a massive drone attack, targeting residential buildings in #Russia‘s #Kazan. pic.twitter.com/WShU22EbWc
— Quick General Awareness (@QuickGenAware) December 21, 2024
প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউক্রেনের সেনাবাহিনী মোট ৮টি ড্রোন দিয়ে ৬টি বিল্ডিংয়ে হামলা চালায়। কমলেভ অ্যাভিনিউ, ক্লারা জেটকিন স্ট্রিট, ইউকোজিনস্কায়া, খাদি তাকতাশ এবং ক্রাসনায়া পসিতসিয়ার ভবনগুলিকে লক্ষ্য করে হামলা করে ড্রোনগুলি। আরও দুটি ড্রোন ওরেনবার্গস্কি ট্র্যাক্ট স্ট্রিটের একটি বাড়িকে লক্ষ্য করে হামলা করে।ভেঙে পড়ে বিল্ডিংগুলি। ক্রমাগত হামলার জেরে বাসিন্দারা ভূগর্ভস্থ সুড়ঙ্গে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
There has been a 9/11-like attack on Russia, in which the drone hit the building. This could prove to be a suicidal move for Ukraine, as Russia’s reaction could be fierce.#RussiaUkraineWar #TelAviv#UkraineRussiaWar #Terroristattack #Russia #war #Kazan
#Magdeburg pic.twitter.com/bHA0Re4OkY— Hoshiyar singh (@Hoshiyarsinghj1) December 21, 2024
— Hoshiyar singh (@Hoshiyarsinghj1) December 21, 2024