
নয়া দিল্লি: টানটান উত্তেজনা। যুদ্ধ যুদ্ধ হাওয়া বইছে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। এই আবহেই বড় খবর। তলে তলে বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে পাকিস্তান? বাংলাদেশকে ব্যবহার করে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তান।
গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে দেখে যুদ্ধ জিগির তুলছে পাকিস্তানও। ভারতকে বিপাকে ফেলতে বাংলাদেশের আকাশ পথ ব্যবহার করেও হামলা চালাতে পারে পাকিস্তান। গোপনেই এই পরিকল্পনা ছকা হয়েছে।
যেখানে সীমান্তে সেনা বাড়ানো হয়েছে, নৌসেনা ও বায়ুসেনাও তৎপর, সেখানেই পাকিস্তান পড়শি দেশের সাহায্য নিয়ে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ-অসম-ত্রিপুরা, এই অঞ্চল বা জোনকে নিশানা করে হামলা চালাতে পারে পাকিস্তান।
ভারতের পশ্চিমাঞ্চল, যেমন রাজস্থান সীমান্ত এবং উত্তরে জম্মু-কাশ্মীর জোনে গুলি চালাতে পারে, সেখানেই পূ্র্ব ভারত জোনে ফাইটার জেট দিয়ে হামলা করতে পারে পাকিস্তান। সেখানেই বাংলাদেশের সাহায্যের প্রসঙ্গ আসছে। সীমান্ত অস্থির করে হামলা করতে পারে পাকিস্তান, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।
গোয়েন্দা রিপোর্ট হাতে আসার পরই ভারত-বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ইতিমধ্যে পঞ্জাব ও জয়সালমীর সীমান্তেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই। এবার বাংলাদেশও নজরে।
প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরই তিন প্রতিবেশী দেশের সম্পর্কের সমীকরণ বদলেছে। একদিকে যেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে, সেখানেই আবার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়েছে বাংলাদেশ। যে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, তারাই আবার পাকিস্তানের কাছে মাথা নত করছে। সম্প্রতিই পাক সেনা প্রধান থেকে বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে গিয়েছিলেন। হৃদ্যতার আড়ালে এবার তলে তলে ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে দুই দেশ।