2025 Year Prediction: করেছিলেন করোনার ভবিষ্যদ্বাণী, এবার তাঁর মুখেই ‘পৃথিবী ধ্বংসের কথা’, ফাঁস করলেন বিরাট তথ্য

Avra Chattopadhyay |

Jan 03, 2025 | 1:15 AM

2025 Year Prediction: ২০২৫ সালেই শেষ হবে দুনিয়া। তৃতীয়বার বিশ্বযুদ্ধের ঘন কালো মেঘ ঢেকে দেবে বিশ্বের আকাশ। সেই ক্ষণেই নাকি শেষ হবে পৃথিবী, দাবি সেই 'জীবন্ত নস্ট্রাডামাসের'।

2025 Year Prediction: করেছিলেন করোনার ভবিষ্যদ্বাণী, এবার তাঁর মুখেই পৃথিবী ধ্বংসের কথা, ফাঁস করলেন বিরাট তথ্য
প্রতীকী ছবি
Image Credit source: Dawoud Abo Alkas/Anadolu via Getty Images

Follow Us

কলকাতা: আচ্ছা আপনার গোটা বছরটা ঠিক কেমন যাবে? উত্তর হয়তো জানা নেই। এই বিষয়ে কেউ কেউ রাশিফলের সাহায্য নিলে নিতে পারে। তাতে হয়তো সামান্য আন্দাজ পেলেও পেতে পারে। তবে আপনার সারাবছর কেমন যাবে সেটা না জানা গেলেও, চলতি বছরেই লাগবে তৃতীয় বিশ্বযুদ্ধ, পাকাপাকিভাবে এমন ভবিষ্যদ্বাণী করলেন ‘জীবন্ত নস্ট্রাডামাস’।

২০২৫ সালেই শেষ হবে দুনিয়া। তৃতীয়বার বিশ্বযুদ্ধের ঘন কালো মেঘ ঢেকে দেবে বিশ্বের আকাশ। সেই ক্ষণেই নাকি শেষ হবে পৃথিবী, দাবি সেই ‘জীবন্ত নস্ট্রাডামাসের’।

কে এই ‘জীবন্ত নস্ট্রাডামাস’?

নস্ট্রাডামাস ছিলেন ১৫০০ সালের এক ফরাসি জ্যোতিষী। বিশ্বে ঘটা বড় বড় প্রাকৃতিক দুর্যোগ, হিটলারের আগ্রাসন, ওয়ার্ড ট্রেড সেন্টারে সন্ত্রাস হামলা, এই সবই নিজের সময়ে দাঁড়িয়ে কবিতার মাধ্যমে ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন তিনি। তবে তৃতীয় বিশ্বযুদ্ধে ভবিষ্যদ্বাণীটা করলেন এ যুগের ‘নস্ট্রাডামাস’ নিকোলাস অজুলা। বর্তমানে ইংল্যান্ডের লন্ডনের বাসিন্দা তিনি।

কী দাবি এই ‘জীবন্ত নস্ট্রাডামাসের’?

তিনি বলেন, ‘২০২৫ সালেই হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এটি এমন একটি বছর যখন মানুষ নিজেদের সাধারণ বুদ্ধি হারাবে। ধর্মের নামে একে অন্যের গলা কাটতে মানুষের হাত কাঁপবে না। সন্ত্রাস, অশান্তি বিশ্বেজুড়ে ছড়িয়ে পড়বে।’

শুধু তা-ই নয়, তৃতীয় বিশ্বযুদ্ধের পাশাপাশি চলতি বছরে বিশ্বে নামবে বিরাট প্রাকৃতিক দুর্যোগ, দাবি নিকোলাসের। তিনি আরও বলেন, ‘নতুন বছরে বানভাসি হবে বিশ্ব। নষ্ট হবে প্রকৃতি। বন্যায় ঘরছাড়া হবে সাধারণ মানুষ। বাড়বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও। যার জেরে জলের তলায় তলিয়ে পড়বে একের পর এক শহর।’

তবে এটিই প্রথম নয়। এর আগে করোনা মহামারি সংক্রমণের এক বছর আগেই আগাম ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন নিকোলাস। শুধু করোনা ভাইরাসই নয়। কৃত্তিম বুদ্ধিমত্তা বিশ্বজুড়ে প্রকোপ, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে জয়, ব্ল্যাক লাইভ ম্যাটার মুভমেন্ট। এই সকল ঘটনার আগাম ভবিষ্যদ্বাণী করেছিলেন নিকোলাস।

জানা যায়, কিশোরকাল থেকেই নিকোলাসের মধ্যে এই ধরণের শক্তি বাড়তে শুরু করে। এমনকী, ছোটবেলায় একবার কোমায় চলে গিয়েছিল নিকোলাস। আর কোমা থেকে ফেরার পর নিজের পূর্বজন্মের অভিজ্ঞতা লাভ করেছিলেন তিনি।

Next Article