মস্কো: নীল ছবিতে আর মন ভরছে না! চাই আরও আকর্ষণীয় কিছু, যেখানে থাকবে প্যাশন। যা দেখে চোখ ফেরাতে পারবেন না কেউ। বিকল্প কোনও কনটেন্ট বানাতে বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতিই অফিসে ১০-২০ মিনিটের ব্রেকের মাঝে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া পরামর্শ দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন পুতিন। এবার বললেন, পর্ন বা নীল ছবির বিকল্প কিছু বানাতে।
সম্প্রতি রাশিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন প্রাপ্তবয়স্ক ভিডিয়ো নিয়ে কথা বলেন। বিশ্বজুড়ে এই ধরনের ভিডিয়োর যে বিপুল জনপ্রিয়তা রয়েছে, তা উল্লেখ করে তিনি বলেন, “গোটা বিশ্ব জুড়েই পর্ন সাইট দেখা হয়। এটা শুধু আমাদের সমস্যা নয়, সকলের সমস্যা।”
ভারতের মতো অনেক দেশেই নিষিদ্ধ নীলছবি। এটি একটি পন্থা হলেও, রাশিয়ান প্রেসিডেন্টের মতে, সাইটগুলি বন্ধ করার বদলে এমন কোনও বিকল্প কনটেন্ট তৈরি করা উচিত, যা এতটাই আকর্ষণীয় হবে যে দর্শকরা চোখ ফেরাতে পারবেন না।
প্রসঙ্গত, রাশিয়ায় ক্রমশ জন্মহার হ্রাস পাওয়া নিয়ে সম্প্রতিই উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জন্মহার বাড়াতে অফিসের লাঞ্চ ও কফি ব্রেকের সময় যৌনতায় মেতে ওঠার পরামর্শ দিয়েছিলেন। এই মন্তব্য ঘিরে বিস্তর বিতর্ক হয়েছিল।