শাহরুখ-গৌরীর দিল্লির বাড়িতে কী রয়েছে জানেন?

| Updated on: Dec 04, 2020 | 1:01 PM
বলিউড বাদশা অর্থাৎ শাহরুখ খান (Shah Rukh Khan) এবং তাঁর স্ত্রী গৌরী (Gauri Khan) যে বাড়িতে থাকেন, যেখানে তাঁদের সংসার তা নিয়ে সাধারণ দর্শকের কৌতূহল থাকাটা স্বাভাবিক। সে কারণেই শাহরুখের মুম্বইয়ের বাংলো 'মন্নত' সব সময়ই থাকে আকর্ষণের কেন্দ্রে।

বলিউড বাদশা অর্থাৎ শাহরুখ খান (Shah Rukh Khan) এবং তাঁর স্ত্রী গৌরী (Gauri Khan) যে বাড়িতে থাকেন, যেখানে তাঁদের সংসার তা নিয়ে সাধারণ দর্শকের কৌতূহল থাকাটা স্বাভাবিক। সে কারণেই শাহরুখের মুম্বইয়ের বাংলো 'মন্নত' সব সময়ই থাকে আকর্ষণের কেন্দ্রে।

1 / 8
'মন্নত' ছাড়াও দিল্লিতে (Delhi) একটি বাড়ি রয়েছে দম্পতির। তিন সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রামের ছবি দিয়ে সেই বাড়ি নিজের হাতে সাজিয়েছেন গৌরী। পেশায় তিনি একজন ইন্টিরিয়র ডিজাইনার। সদ্য ভক্তদের জন্য দিল্লির বাড়ির অন্দরের ছবি শেয়ার করেছেন এই জুটি।

'মন্নত' ছাড়াও দিল্লিতে (Delhi) একটি বাড়ি রয়েছে দম্পতির। তিন সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রামের ছবি দিয়ে সেই বাড়ি নিজের হাতে সাজিয়েছেন গৌরী। পেশায় তিনি একজন ইন্টিরিয়র ডিজাইনার। সদ্য ভক্তদের জন্য দিল্লির বাড়ির অন্দরের ছবি শেয়ার করেছেন এই জুটি।

2 / 8
এক সংস্থার সঙ্গে জুটি বেঁধে একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দম্পতি। দুজন বিজেতা একটি দিন তাঁদের দিল্লির বাড়িতে সময় কাটানোর সুযোগ পাবেন।

এক সংস্থার সঙ্গে জুটি বেঁধে একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দম্পতি। দুজন বিজেতা একটি দিন তাঁদের দিল্লির বাড়িতে সময় কাটানোর সুযোগ পাবেন।

3 / 8
ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, দিল্লিতে আমাদের অনেক ভাল স্মৃতি রয়েছে। এই শহর সব সময়ই আমার হৃদয়ে আলাদা জায়গায় থাকে। গৌরী আমাদের দিল্লির বাড়ির ভেতরটা নতুন করে ডিজাইন করেছে। তাতে জড়িয়ে রয়েছে অনেকটা ভালবাসা আর নস্টালজিয়া।

ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, দিল্লিতে আমাদের অনেক ভাল স্মৃতি রয়েছে। এই শহর সব সময়ই আমার হৃদয়ে আলাদা জায়গায় থাকে। গৌরী আমাদের দিল্লির বাড়ির ভেতরটা নতুন করে ডিজাইন করেছে। তাতে জড়িয়ে রয়েছে অনেকটা ভালবাসা আর নস্টালজিয়া।

4 / 8
গৌরী লিখেছেন, আমাদের দিল্লির বাড়ির অনেক স্মৃতি রয়েছে। আমাদের পরিবার যা যা ভালবাসে, তাই দিয়ে বাড়িটা সাজানোর চেষ্টা করেছি। অতিথিদের স্বাগত।

গৌরী লিখেছেন, আমাদের দিল্লির বাড়ির অনেক স্মৃতি রয়েছে। আমাদের পরিবার যা যা ভালবাসে, তাই দিয়ে বাড়িটা সাজানোর চেষ্টা করেছি। অতিথিদের স্বাগত।

5 / 8
 দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে শাহরুখ-গৌরীর এই বাড়ি। মুম্বই যাওয়ার আগে জন্ম এবং পড়াশোনা এই শহরেই করেছেন শাহরুখ। তাই ছোটবেলার বহু স্মৃতি রয়েছে এই বাড়ি ঘিরে। গৌরীর সঙ্গে দেখা এবং প্রেমও এই শহরেই। তাই রিয়েল লাইফ জুটি হিসেবে এই বাড়ি ঘিরে রয়েছে তাঁদের বহু স্মৃতি।

দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে শাহরুখ-গৌরীর এই বাড়ি। মুম্বই যাওয়ার আগে জন্ম এবং পড়াশোনা এই শহরেই করেছেন শাহরুখ। তাই ছোটবেলার বহু স্মৃতি রয়েছে এই বাড়ি ঘিরে। গৌরীর সঙ্গে দেখা এবং প্রেমও এই শহরেই। তাই রিয়েল লাইফ জুটি হিসেবে এই বাড়ি ঘিরে রয়েছে তাঁদের বহু স্মৃতি।

6 / 8
গৌরী জানিয়েছেন, দিল্লিতেই রয়েছে তাঁদেপর দুজনের শিকড়। তাই মুম্বইতে বেশি থাকলেও এ বাড়ি নিয়ে দুজনেই আবেগপ্রবণ। প্রতিটি কোণ সাজিয়েছেন নিজের মতো করে। দম্পতির দুবাইতেও একটি বাড়ি রয়েছে।

গৌরী জানিয়েছেন, দিল্লিতেই রয়েছে তাঁদেপর দুজনের শিকড়। তাই মুম্বইতে বেশি থাকলেও এ বাড়ি নিয়ে দুজনেই আবেগপ্রবণ। প্রতিটি কোণ সাজিয়েছেন নিজের মতো করে। দম্পতির দুবাইতেও একটি বাড়ি রয়েছে।

7 / 8
দিল্লির বাড়ির অন্দর নয়, বাইরে একটি ছোট্ট বাগান রয়েছে। সেই জায়গাটাই নাকি শাহরুখের সবথেকে প্রিয়। সিক্রেট শেয়ার করেছেন গৌরী।

দিল্লির বাড়ির অন্দর নয়, বাইরে একটি ছোট্ট বাগান রয়েছে। সেই জায়গাটাই নাকি শাহরুখের সবথেকে প্রিয়। সিক্রেট শেয়ার করেছেন গৌরী।

8 / 8
Follow Us: