Air India Tickets Offer: ১৭৯৯ টাকায় ফ্লাইটের টিকিট! এয়ার ইন্ডিয়ার এই অফারে ঘুরে আসুন পছন্দসই জায়গায়

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 10, 2024 | 12:41 PM

Flight Offers: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে চালু করা হয়েছে 'টাইম টু ট্রাভেল' প্রোমোশন অফার আনা হয়েছে। অফারে অন্তর্দেশীয় বিমানের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ১১ জানুয়ারি, ২০২৪ থেকে আগামী ২০২৫ সালের ১১ জানুয়ারি অবধি সময়সীমার মধ্যে এই অফারের অধীনে টিকিট বুক করা যাবে। কত টাকা থেকে টিকিট শুরু হচ্ছে জানেন? মাত্র ১৭৯৯ টাকা।

Air India Tickets Offer: ১৭৯৯ টাকায় ফ্লাইটের টিকিট! এয়ার ইন্ডিয়ার এই অফারে ঘুরে আসুন পছন্দসই জায়গায়
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: বর্ষশেষ ও নতুন বছরের শুরুতেই লম্বা ছুটি ছিল। সেই ছুটিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে এসেছেন। তবে সহকর্মীরা ছুটি নেওয়ায় অনেকেই আবার এই সময়ে অফিস থেকে ছুটি পাননি। তাদের জন্য রয়েছে সুখবর। এবার কম খরচে ঘুরে আসতে পারবেন পছন্দসই জায়গায়। বিমানের টিকিট কিনতে ৮-১০ হাজার টাকা খরচ হবে না,  ২ হাজার টাকারও কম খরচে আপনি বিমানের টিকিট কেটে নিতে পারবেন। সস্তায় বিমানের টিকিট দিচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। কীভাবে পাবেন এই অফার, জেনে নিন-

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে চালু করা হয়েছে ‘টাইম টু ট্রাভেল’ প্রোমোশন অফার আনা হয়েছে। অফারে অন্তর্দেশীয় বিমানের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ১১ জানুয়ারি, ২০২৪ থেকে আগামী ২০২৫ সালের ১১ জানুয়ারি অবধি সময়সীমার মধ্যে এই অফারের অধীনে টিকিট বুক করা যাবে। কত টাকা থেকে টিকিট শুরু হচ্ছে জানেন? মাত্র ১৭৯৯ টাকা।

কোন কোন রুটে এই অফার পাবেন?

  • বেঙ্গালুরু থেকে চেন্নাই
  • দিল্লি থেকে জয়পুর
  •  বেঙ্গালুরু থেকে কোচি
  • দিল্লি থেকে গোয়ালিয়র
  • এমনকী কলকাতা থেকে বাগডোগরা রুটেও এই অফার পাওয়া যাবে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে তাদের ব্রান্ডকেও নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। ‘ফ্লাই অ্যাজ ইউ আর’ উদ্য়োগের অধীনে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের গ্রাহকরা পছন্দসই গরমেট খাবার, আরামদায়ক সিট, ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সেন্টার এয়ারফ্লিক্স, এমনকী স্যুইটের পরিষেবাও পাবেন। এছাড়া বয়স্ক, অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা বিশেষ ছাড়ও পাবেন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে।

Next Article