AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Low: আজই সোনা কিনে রাখতে পারেন, ইদের পর থেকেই হু হু করে পড়েছে দাম

Gold Price Low: বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানের জন্য আগে থেকে সোনা কিনে রাখেন অনেকেই। এখনই সেই সোনা কিনে রাখা যেতে পারে, কারণ দাম নতুন করে বাড়েনি।

Gold Price Low: আজই সোনা কিনে রাখতে পারেন, ইদের পর থেকেই হু হু করে পড়েছে দাম
প্রতীকী চিত্রImage Credit: Facebook
| Updated on: Jun 19, 2024 | 11:45 AM
Share

কলকাতা: ধাপে ধাপে কমছে সোনার দাম। সস্তা হচ্ছে রুপোও। ইদের দিন থেকে দাম কমতে শুরু করেছে। তাই সোনা বা রুপো কেনার থাকলে এখনই কিনে নেওয়া বুদ্ধ বুধবারও আর নতুন করে বাড়েনি দাম। টাকার দাম সহ একাধিক ফ্যাক্টরের ওপর নির্ভর করে সোনার দাম কমে বা বাড়ে। বেশ কিছুদিন ধরেই সোনার দাম ছিল উর্ধ্বমুখী। তবে এবার স্থিতাবস্থায় এসেছে। এই সময়ে বিনিয়োগও করা যেতে পারে।

২২ ক্যারেটের সোনার দাম-

১৯ জুন, বুধবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬,৬২০ টাকা। গতকালও একই দাম ছিল। আর গত ১৭ জুন দাম ছিল ৬,৬৪৯ টাকা।

আজ ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৬২ হাজার টাকা, গতকালের দামই অপরিবর্তিত আছে। তার আগের দিন দাম ছিল ৬ লক্ষ ৬৪ হাজার ৯০০ টাকা। তার থেকে ২,৯০০ টাকা দাম কমেছে মঙ্গলবারই।

২৪ ক্যারেটের সোনার দাম-

বুধবার ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,২২২ টাকা। আর ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ২২০ টাকা। সব দামই অপরিবর্তিত আছে, তবে ১৭ জুনের থেকে দাম অনেকটাই কমেছে।

গত সোমবার ২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম ছিল রয়েছে ৭ লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা। মঙ্গলবারই তা কমে হয় ৭ লক্ষ ২২ হাজার ২০০ টাকা। বুধবারও সেই দাম অপরিবর্তিত আছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্য়ারেটের সোনার দামও কমে মঙ্গলবারই। বুধবারও একই আছে দাম। ১ গ্রাম সোনার দাম ৫৪১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ১৬০ টাকা।

এছাড়া ১৮ ক্য়ারেটের ১০০ গ্রাম সোনার দামের হিসেব বলছে, সোমবারের থেকে দাম কমে গিয়েছে মঙ্গলবারই। বুধবার ১৮ ক্যারেট সোনার দাম ৫ লক্ষ ৪১ হাজার ৬০০ টাকা।