চৈত্রের শেষ দিনে ধামাকা সেল! ৭৬০০ টাকা কমে গেল সোনার দাম, এমন জলের দরে সোনা আর পাবেন না…

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 13, 2024 | 12:53 PM

Gold Price Today: গোটা মাস জুড়েই লাগামছাড়া ভাবে বাড়ছিল সোনার দাম। চৈত্রের শেষদিনে এসে অবশেষে কমল সোনার দাম। তাও আবার একধাক্কায় সাড়ে ৭ হাজার টাকা কমল সোনার দাম।

চৈত্রের শেষ দিনে ধামাকা সেল! ৭৬০০ টাকা কমে গেল সোনার দাম, এমন জলের দরে সোনা আর পাবেন না...
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: মার্চ মাসের শুরু থেকেই চড়তে শুরু করেছিল সোনার দাম। গোটা মাস জুড়েই লাগামছাড়া ভাবে বাড়ছিল সোনার দাম। চৈত্রের শেষদিনে এসে অবশেষে কমল সোনার দাম। তাও আবার একধাক্কায় সাড়ে ৭ হাজার টাকা কমল সোনার দাম। অন্যদিকে, আজ রুপোর দামও কমেছে ১ হাজার টাকা। পয়লা বৈশাখে যদি কারোর সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজই সোনা কেনার সুবর্ণ সুযোগ।

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ১৩ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ৭০০ টাকা কমেছে সোনার দাম। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৬৫ হাজার টাকা, গতকালের তুলনায় ৭ হাজার টাকা কমেছে দাম।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৭২৫৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৫৫০ টাকা। গতকালের তুলনায় ৭৬০ টাকা কমেছে সোনার দাম। ১০০ গ্রাম সোনার দামও আজ ৭৬০০ টাকা কমেছে। আজ দাম রয়েছে ৭ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও কমেছে আজ। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৪১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ৪১০ টাকা। একদিনে সোনার দাম কমেছে ৫৭০ টাকা।

রুপোর দাম-

সোনার মতোই দাম কমেছে রুপোরও। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৫৫০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে। ১কেজি রুপোর দাম কমেছে ৮৫ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১০০০ টাকা দাম কমেছে।

Next Article