Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় আপডেট, বোনাসে কুলোবে নতুন গহনার শখ?

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 26, 2024 | 8:37 AM

Gold-Silver Rate: শেষ মুহূর্তে চুটিয়ে কেনাকাটা চলছে পুজোর। আর শুধু তো নতুন জামা-জুতো কিনলেই হবে না, চাই মানানসই গহনাও। অনেকেই পুজোর বোনাস দিয়ে সোনার গহনা কেনার পরিকল্পনা করে রেখেছেন। তবে অনেকেরই মন খারাপ সোনার দাম দেখে।

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় আপডেট, বোনাসে কুলোবে নতুন গহনার শখ?
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: আর ক’দিন বাদেই দুর্গাপুজো। বাঙালির সবথেকে বড় উৎসব। চুটিয়ে কেনাকাটা চলছে শেষ মুহূর্তের। আর শুধু তো নতুন জামা-জুতো কিনলেই হবে না, চাই মানানসই গহনাও। অনেকেই পুজোর বোনাস দিয়ে সোনার গহনা কেনার পরিকল্পনা করে রেখেছেন। তবে অনেকেরই মন খারাপ সোনার দাম দেখে। প্রতিদিনই অল্প অল্প করে বাড়ছে সোনার দাম। আজ, বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না। বাড়ল সোনার দাম। পাশাপাশি রুপোর দামও বেড়েছে। আপনার যদি গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের দর কত রয়েছে, জেনে নিন-

  ২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৬১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭০ হাজার ৬১০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ৬ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭০৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৭ লক্ষ ৭০ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে আজ। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৭৭৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৭ হাজার ৭৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৭ হাজার ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার দামের পাশাপাশি আজ রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৫১০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯৫ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

Next Article
Make in India: মেক ইন ইন্ডিয়ার ১০ বছর, সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী
Indian Wedding: শুধুমাত্র নভেম্বর-ডিসেম্বরে ৩৫ লক্ষ বিয়ের আয়োজন হচ্ছে, কত লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে জানেন, সামনে এল রিপোর্ট