Gold Price Today: সদয় মা লক্ষ্মী, রোজই কমছে সোনার দাম, এই সুযোগেই কেনাকাটা সেরে ফেলুন
Gold-Silver Rate: জানুয়ারি, ফেব্রুয়ারিতে সোনার দাম নাগালের মধ্যে থাকলেও, মার্চের শুরু থেকেই লাগামছাড়া মাত্রায় বাড়তে শুরু করেছিল সোনার দাম। এদিকে, বিয়ের মরশুম শেষ হতে না হতেই নিম্নমুখী সোনার দাম। মঙ্গল ও বুধবারের পর আজ, বৃহস্পতিবারও কমল সোনার দাম।
কলকাতা: জানুয়ারি থেকে মার্চ মাসের গোড়া অবধি একটানা চলেছে বিয়ের মরশুম। জানুয়ারি, ফেব্রুয়ারিতে সোনার দাম নাগালের মধ্যে থাকলেও, মার্চের শুরু থেকেই লাগামছাড়া মাত্রায় বাড়তে শুরু করেছিল সোনার দাম। এদিকে, বিয়ের মরশুম শেষ হতে না হতেই নিম্নমুখী সোনার দাম। মঙ্গল ও বুধবারের পর আজ, বৃহস্পতিবারও কমল সোনার দাম। সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও। লক্ষ্মীবারে যদি আপনার সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে দেখে নিন আজকের দর-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ, ১৪ মার্চ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৩৪ টাকা।
২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬০ হাজার ৩৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।
২৪ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও আজ সামান্য কমেছে। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৫৮৩ টাকা।
২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৫ হাজার ৮৩০ টাকা। গতকালের তুলনায় আজ ১০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
আজ ১৮ ক্যারেটের সোনার দামও কমেছে। ১ গ্রাম সোনার দাম ৪৯৩৭ টাকা।
১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৯ হাজার ৩৭০ টাকা।
রুপোর দাম-
সোনার পাশাপাশি আজ রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭৫১০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৭৫ হাজার ১০০ টাকা।