AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIG CEO: ‘এত দ্রুত ব্যবসা কোথাও বৃদ্ধি হয়নি’, ভারতের প্রশংসায় পঞ্চমুখ SIG-র সিইও

SIG CEO: ভারতীয় বাজারের প্রশংসা করে স্যামুয়েল বলেন, "ভারতের মতো এত দ্রুত আর কোনও বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারিনি। এর জন্য পার্লে ও আমূলকে ধন্যবাদ। আমাদের প্রযুক্তি ব্যবহার নিয়ে খুব দ্রুত চুক্তিবদ্ধ হয় তারা।"

SIG CEO: 'এত দ্রুত ব্যবসা কোথাও বৃদ্ধি হয়নি', ভারতের প্রশংসায় পঞ্চমুখ SIG-র সিইও
এসআইজি-র সিইও স্যামুয়েল সিগ্রিস্ট
| Updated on: Oct 22, 2024 | 4:06 PM
Share

নয়াদিল্লি: বিশ্ব বাজারে ক্রমশ গুরুত্ব বাড়ছে ভারতের। ভারতীয় বাজারে বিনিয়োগে আগ্রহ বেড়েছে বিদেশি সংস্থাগুলির। এই আবহে ভারতীয় বাজারের উচ্ছ্বসিত প্রশংসা করলেন এসআইজি-র সিইও স্যামুয়েল সিগ্রিস্ট। তিনি বলেন, ভারতের মতো আর কোথাও এত দ্রুত ব্যবসা বৃদ্ধি করতে পারেননি তাঁরা। তাঁর বিশ্বাস, আগামী দিনে তাঁদের কোম্পানির বৃদ্ধি ইঞ্জিন হবে ভারত।

এসআইজি সুইৎজারল্যান্ডের বহুজাতিক সংস্থা। বিশ্বের প্যাকেজিং শিল্পের অন্যতম বড় কোম্পানি। সম্প্রতি ভারতে এসেছিলেন এসআইজি-র সিইও স্যামুয়েল সিগ্রিস্ট। সাংবাদিক বৈঠকে ভারতের বাজারের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। গত কয়েক বছরের ভারতের একাধিক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এসআইজি। ভারতের বাজারে দ্রুত এসআইজি-র বৃদ্ধি হচ্ছে বলে তিনি জানান।

ভারত থেকে কোম্পানির রাজস্ব আয়ের তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২৩ সালে ভারত থেকে এসআইজির বার্ষিক রাজস্ব আয় ১০ থেকে ১৩ শতাংশ ছিল। ভারতের বাজার ১০ শতাংশের উপরে থাকছে। স্যামুয়েল সিগ্রিস্ট আশাবাদী, ভারতের বাজারের থেকেও দ্রুত গতিতে বৃদ্ধি হচ্ছে এসআইজি-র।

২০১৮ সালে ভারতের বাজারে প্রবেশ করার পর এসআইজি-র বৃদ্ধি নিয়ে স্যামুয়েল বলেন, “আগামী বছরগুলিতে ভারতকে আমাদের গ্রোথ ইঞ্জিন হিসেবে দেখছি। কারণ ভারতের বাজারে প্রবেশের পর গত ৪-৫ বছরে দারুণ একটা প্ল্যাটফর্ম পেয়েছি।” একাধিক ভারতীয় সংস্থার সঙ্গে এসআইজি কাজ করছে বলে তিনি জানান। আমূল, পার্লে অ্যাগ্রো, কোকাকোলা, পেপসিকো-র মতো সংস্থার সঙ্গে ভারতে গাঁটছড়া বেঁধেছে এসআইজি।

ভারতীয় বাজারের প্রশংসা করে স্যামুয়েল বলেন, “ভারতের মতো এত দ্রুত আর কোনও বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারিনি। এর জন্য পার্লে ও আমূলকে ধন্যবাদ। আমাদের প্রযুক্তি ব্যবহার নিয়ে খুব দ্রুত চুক্তিবদ্ধ হয় তারা।” গুজরাটের আহমেদাবাদে এসআইজির অপচনশীল প্যাকেজিং প্ল্যান্ট তৈরি হচ্ছে। এই প্ল্যান্টে ১০০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করতে চলেছে এসআইজি। ২০২৫ সালের শেষে প্ল্যান্টে পুরোপুরি কাজ শুরু হয়ে যাবে তিনি জানালেন।