AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio Cheapest Plans: ২০০ টাকাও খরচ করতে হবে না, Jio-র এই প্ল্যানে এতগুলো OTT প্লাটফর্ম দেখতে পাবেন

Jio Cheapest Plans: কম থেকে বেশি, একাধিক প্ল্য়ান রয়েছে জিও-র। বিপুল ডেটা থেকে শুরু করে বিনামূল্য়ে ফোন ও এসএমএস করার সুবিধা পাবেন সহজেই।

Jio Cheapest Plans: ২০০ টাকাও খরচ করতে হবে না, Jio-র এই প্ল্যানে এতগুলো OTT প্লাটফর্ম দেখতে পাবেন
ফাইল চিত্র।Image Credit source: X
Follow Us:
| Updated on: May 12, 2025 | 8:29 PM

দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান হোক বা কম বাজেটের প্ল্যান, জিওর কাছে আছে সব রকমের বিকল্প। বিশেষত OTT প্লাটফর্মে সিনেমা দেখার ক্ষেত্রেও দুর্দান্ত সব প্ল্যান আছে এই সংস্থার। সেই সব প্ল্যানের জন্য ২০০ টাকাও খরচ করতে হবে না।

জিও-র ১৭৫ টাকার প্ল্যান

যদি কম খরচে OTT অ্যাপ উপভোগ করতে চান, তাহলে Jio-র ১৭৫ টাকার প্রিপেইড প্ল্যান এক দুর্দান্ত বিকল্প। এই প্ল্যানের মেয়াদ থাকে ২৮ দিন। মোট ১০ জিবি ডেটা পাওয়া যায়। একাধিক জনপ্রিয় OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায় বিনামূল্যে। এর মধ্যে রয়েছে Sony LIV, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal এবং Jio TV।

জিও-র ৪৪৫ টাকার প্ল্যান

যদি বেশি ডেটা প্রয়োজন হয়, তাহলে জিও-র ৪৪৫ টাকার প্ল্যানটি নেওয়া যেতে পারে। আপনার জন্য উপযুক্ত। এই প্ল্যানেরও বৈধতা ২৮ দিন। এতে, ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন, অর্থাৎ ২৮ দিনে মোট ৫৬ জিবি ডেটা পাবেন। এছাড়াও, এই প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস করা যায়।

এই প্ল্যানের সবচেয়ে বড় দিক হল, এতে আপনি অনেক OTT প্লাটফর্মের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে Sony LIV, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal এবং FanCode এর মতো প্ল্যাটফর্ম। এছাড়াও, এই প্ল্যানে Jio Hotstar-এর ৯০ দিনের বিনামূল্যে সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। 5G নেটওয়ার্কযুক্ত এলাকায় থাকলে 5G ডেটাও ব্যবহার করা যাবে।