LIC Earning: মাসে মাসে তো প্রিমিয়াম দেন, জানেন মিনিটে ১০৬২০০০ টাকা লাভ করে LIC
LIC Earning: ২০২৩-২৪ সালের জানুয়ারি-মার্চ মাসে তাদের মোট আয় বেড়েছে ২ লক্ষ ৫০ হাজার ৯২৩ কোটি টাকা। গত বছর এই একই ত্রৈমাসিকে বেড়েছিল ২ কোটি ১৮৫ টাকা।
নয়া দিল্লি: দেশের বড় সংখ্যক মানুষের পলিসি আছে এলআইসি-তে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা জীবন বিমা নিগম হল দেশের বৃহত্তম বিমা সংস্থা। সম্প্রতি এই সংস্থা তার ত্রৈমাসিকের হিসেব প্রকাশ করেছে। সংস্থার আয় যেমন বেড়েছে, তেমনই প্রিমিয়ামও বেড়েছে। সোমবার এলআইসি-র শেয়ারে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।
যে হিসেব সংস্থার তরফে সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, চতুর্থ ত্রৈমাসিকে প্রতি মিনিটে এলআইসি ১০.৬২ লক্ষ টাকা করে লাভ করেছে। গত বছরের একই সময়ে এলআইসি-র মুনাফা বেড়েছিল মাত্র ২ শতাংশ।
গত আর্থিক বছর শেষ হয়েছে গত মার্চ মাসে। সেই অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে দুই শতাংশের সামান্য বৃদ্ধি হয়েছে এলআইসি-র লাভ। সেই সঙ্গে ১৩ হাজার ৭৬৩ কোটি টাকার নিট মুনাফাও পেয়েছে এলআইসি। আর এই ৯০ দিনে এলআইসি প্রতি মিনিটে ১০.৬২ লক্ষ টাকা লাভ করেছে।
সোমবার শেয়ারবাজারে দেওয়া তথ্যে এলআইসি বলেছে যে গত আর্থিক বছরে অর্থাৎ ২০২৩-২৪ সালের জানুয়ারি-মার্চ মাসে তাদের মোট আয় বেড়েছে ২ লক্ষ ৫০ হাজার ৯২৩ কোটি টাকা। গত বছর এই একই ত্রৈমাসিকে বেড়েছিল ২ কোটি ১৮৫ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে LIC-এর নিট লাভ হয়েছে ৪০ হাজার ৬৭৬ কোটি টাকা, যা গত আর্থিক বছরে ছিল ৩৬ হাজার ৩৯৭ কোটি টাকা।