
ডিজিটাল প্ল্যাটফর্মে ‘ডিপফেক’ ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে ভুল তথ্যের বিপদ রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। গত ২২ অক্টোবর ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ‘আইটি অ্যামেন্ডমেন্ট রুলস, ২০২১’-এর খসড়া প্রকাশ করেছে। এই নতুন নিয়মে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি বা পরিবর্তিত যে কোনও কনটেন্টকে লেবেলিং করতে হবে। উদ্দেশ্য, ব্যবহারকারীরা যেন আসল ও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কনটেন্টের মধ্যে ফারাক বুঝতে পারেন। তবে এই কঠোর নিয়মের ফলে ভারতের প্রযুক্তি মহল, বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর এবং স্টার্টআপ সংস্থাগুলির মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, প্রযুক্তির নিরাপত্তা বাড়াতে গিয়ে কি সৃজনশীলতাকেই আঘাত করা হচ্ছে? এই AI আইন কি সত্যিই কনটেন্ট ক্রিয়েটরদের স্বাধীনতা খর্ব করবে? নতুন খসড়া আইনে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি কন্টেন্টের সংজ্ঞা অনেকটা বিস্তৃত। এতে কেবলমাত্র ক্ষতিকারক ডিপফেক নয়, সামান্য ফটো এডিটিং, স্যাটায়ার বা রিমিক্স ভিডিয়োও এর আওতায় পড়তে পারে। নতুন এই...