Retirement Funds: অবসরের পর ঠিক কত টাকা লাগবে আপনার, জানেন কি?

How Much Money Needed for Retirement: ভারতের অধিকাংশ মানুষই জানেন না অবসরের পর ঠিক কতটা অর্থ তাদের প্রয়োজন, বলছে সমীক্ষা। অনেকেই নাকি এই সমীক্ষায় জানিয়েছেন, ১ কোটি টাকা থাকলেই নাকি তাদের অবসর পরবর্তী জীবন স্বচ্ছন্দে কেটে যাবে।

Retirement Funds: অবসরের পর ঠিক কত টাকা লাগবে আপনার, জানেন কি?
অবসর নিতে প্রয়োজন ১ কোটি?Image Credit source: Getty Images

Nov 05, 2025 | 12:52 PM

আচ্ছা আপনি যখন আপনার বর্তমান চাকরি বা ব্যবসা থেকে অবসর নেবেন, তখন আপনার হাতে ঠিক কত টাকা থাকা প্রয়োজন, জানেন কি আপনি? আপনি হয়তো জানেন, কিন্তু ‘ইন্ডিয়া রিটায়ারমেন্ট ইনডেক্স স্টাডি’ নামের একটি সমীক্ষা কিন্তু বলছে অন্য কথা। এই সমীক্ষা বলছে, ভারতের অধিকাংশ মানুষই জানেন না অবসরের পর ঠিক কতটা অর্থ তাদের প্রয়োজন। সমীক্ষা আরও বলছে, অনেকেই নাকি জানিয়েছেন, ১ কোটি টাকা থাকলেই নাকি তাদের অবসর পরবর্তী জীবন স্বচ্ছন্দে কেটে যাবে।

এ ছাড়াও এই সমীক্ষা থেকে এটাও জানা গিয়েছে যে কীভাবে কেউ ১ কোটি টাকা জমাবেন, সেই হিসাবও রাখে না কেউ। অ্যাক্সিস ম্যাক্স লাইফ ভারতের ২৮টি শহরের ২৫ থেকে ৬৫ বছর বয়সী মানুষদের উপর এই সমীক্ষা চালিয়েছিল। এঁদের অর্ধেক চাকরিজীবী আর বাকিরা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত।

এই সমীক্ষা আরও বলছে এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন যাঁরা তাঁদের অর্ধেক বলছেন, ৩৫ বছর বা তার আগেই অবসর নিয়ে ভাবনা চিন্তা শুরু করা দরকার। এমনকি তার প্রস্তুতিও শুরু করে দেওয়া উচিত। আর বিশেষজ্ঞরা বলছেন, যদি উপার্জন শুরুর সঙ্গে সঙ্গেই এই কাজ শুরু করে দেওয়া যায়, তার থেকে ভাল কিছুই হয় না। তবে, একটা দারুণ অবসর জীবন কাটাতে হলে, স্বাস্থ্য যে ভাল থাকতে হবে, সেই কথাও মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, যদি ১ কোটি টাকা কেউ রাখুন ও অবসরের পর বার্ষিক ৬ শতাংশ হারে সেখান থেকে রিটার্ন আসে, তাহলে মাসিক ৫০ হাজার টাকা পাওয়া যাবে। এবার সমস্যা হল, মাসে ৫০ হাজার টাকা আজ থেকে বেশ কিছু বছর পর কি খুব একটা বাস্তব সম্মত? কারণ, সাধারণ মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে চিকিৎসা ও স্বাস্থ্য বিমার খরচ। ফলে, ১ কোটি টাকা যথেষ্ট ভাবলে সমস্যায় পড়তে হবে আপনাকেই, বলছেন বিশেষজ্ঞরা।