Share Market News: সেনসেক্স বাড়ল ৫২০ পয়েন্ট, তথ্য প্রযুক্তির সূচক বেড়েছে ১,৪৭৩ পয়েন্ট!

Sensex-Nifty 50: ১১৫ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। দেশের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স বেড়েছে ৫২০ পয়েন্ট।

Share Market News: সেনসেক্স বাড়ল ৫২০ পয়েন্ট, তথ্য প্রযুক্তির সূচক বেড়েছে ১,৪৭৩ পয়েন্ট!

Apr 23, 2025 | 9:39 PM

আজ ২৩ এপ্রিল। ১১৫ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। দেশের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স বেড়েছে ৫২০ পয়েন্ট। যদিও এই বৃদ্ধির মধ্যে নিফটি ব্যাঙ্ক পড়েছে ৩৫৪ পয়েন্ট। বিএসই ব্যাঙ্কেক্স পড়েছে ৫২০ পয়েন্ট।

নিফটি নেক্সট ৫০ সূচক পড়েছে ৪৫১। নিফটি মিডক্যাপ ১০০ সূচক বেড়েছে ৬৪৩ পয়েন্ট। নিফটি অটো সূচক বেড়েছে ৫২০ পয়েন্ট। নিফটি আইটি বেড়েছে ১,৪৭৩ পয়েন্ট।

ভারতের দুই বেঞ্চমার্ক সূচকের বৃদ্ধির দিনে বেড়েছে বেড়েছে জাপানি সূচক নিক্কেইও। ৬৪৮ পয়েন্ট বেড়েছে এই সূচক। চিনা সূচক হ্যাংসেংও বেড়েছে আজ। ৫১০ পয়েন্ট বেড়েছে এই সূচক।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে মাইন্ডটেক ইন্ডিয়া, বর্ধমান স্পেশাল স্টিল, সিগমা সলভ, অ্যাপটেক, মোদী রবার।

আজ পড়ল যারা:

আজ পড়েছে একাধিক শেয়ারের দাম। এর মধ্যে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক, উমা এক্সপোর্টস, রবি কুমার ডিস্টিলারিস, বাজার স্টাইল রিটেল, জেল্পমক ডিজাইন টেকের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ২৮ টাকা ডিভিডেন্ড দিয়েছে স্ক্যাফলার ইন্ডিয়া।
  • আজ চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে মহারাষ্ট্র স্কুটার্স, এইমকো এলিকন, এএনএস ইন্ডাস্ট্রিজ ও এলটিআই মাইন্ডট্রি।
  • আজ বার্ষিক ফলাফল প্রকাশ করেছে এইমট্রন ইলেকট্রনিক্স, ইন্টারন্যাশনাল ট্রাভেল হাউস, র‍য্ালিস ইন্ডিয়া, সুপ্রিম পেট্রোকেম, ওয়েন্ডট ইন্ডিয়া, খইতান কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স, ক্যান ফিন হোমস, ইন্ড ব্যাঙ্ক হাউসিং, ফিলাটেক্স ইন্ডিয়া, ডেন নেটওয়ার্কস, সিনজিনি ইন্টারন্যাশনাল ও তামিল্যান্ড মার্কেন্টাইল।
  • বার্ষিক ফলাফলের সঙ্গে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে মঙ্গলম গ্লোবাল এন্টারপ্রাইজ, টাটা কনজিউমার প্রোডাক্টস, গুজরাট হোটেলস, আইআইআরএম হোল্ডিংস ইন্ডিয়া, গ্র্যাভিটি, টাটা টেলিসার্ভিস, টিপস মিউজিক, রেফেক্স ইন্ডাস্ট্রিজ, অ্যাস্টেক লাইফসাইন্সেস, থাইরোকেয়ার টেক, ডালমিয়া ভারত, ৩৬০ ওয়ান ওয়াম ও বাজাজ হাউসিং ফাইন্যান্স।
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে ইউপিএল, বিএসই, এসবিএফসি ফাইন্যান্স, কৃষ্ণা ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস, লরাস ল্যাবস, এইচডিএফসি ব্যাঙ্ক, জেকে সিমেন্ট ও ভারতী হেক্সাকম।
  • কোনও সংস্থাই আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছোঁয়নি।

*২৩ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।