How to Apply For Form 6: নাম নেই? ফর্ম ৬ পূরণ করলেই উঠবে নাম, কোথায় মিলবে ফর্ম? কীভাবে পূরণ করবেন?
SIR Draft List Publish: নতুন ভোটারদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য এই ফর্ম ৬ ব্যবহার করা হয়। এমনকি, কোনও ভোটারের নাম বাদ পড়েছে। তিনি নতুন করে ভোটার তালিকায় নাম সংযোজনের জন্য এই ফর্মের মাধ্যমে আবেদন জানাতে পারেন। যা দেখতে হুবহু SIR-ফর্মের মতোই। ফর্মের প্রথমেই দিতে হয় নাম, মোবাইল নম্বর ও ঠিকানা। তার পর একে একে লিখতে হবে বাবা অথবা অভিভাবকের নাম, এপিক নম্বর ঠিকানা ইত্যাদি।

কলকাতা: খসড়া তালিকায় নেই নাম? স্বাভাবিক ভাবেই যা নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন অনেকেই। শুনানি নিয়েও রয়েছে সংশয়। তবে তথ্য ঠিক থাকলে আবার নতুন করে ভোটার তালিকায় নাম সংযোজন সময়ের অপেক্ষা মাত্র। কমিশনের বিশেষ পর্যবেক্ষক বলছেন, যে সকল ভোটারের খসড়া তালিকায় নাম থাকবে না, তাঁরা অনলাইনেই ফর্ম ৬ জমা দিয়ে পুনরায় আবেদন করতে পারবেন। কিন্তু এই ফর্ম ৬ জিনিসটি কী? কীভাবেই বা আবেদন করা যায়?
নতুন ভোটারদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য এই ফর্ম ৬ ব্যবহার করা হয়। এমনকি, কোনও ভোটারের নাম বাদ পড়েছে। তিনি নতুন করে ভোটার তালিকায় নাম সংযোজনের জন্য এই ফর্মের মাধ্যমে আবেদন জানাতে পারেন। যা দেখতে হুবহু SIR-ফর্মের মতোই। ফর্মের প্রথমেই দিতে হয় নাম, মোবাইল নম্বর ও ঠিকানা। তার পর একে একে লিখতে হবে বাবা অথবা অভিভাবকের নাম, এপিক নম্বর ঠিকানা ইত্যাদি। এক্ষেত্রে একটি বিষয় জুড়ে দেওয়া প্রয়োজন। তা হল শুধু ফর্ম ৬ পূরণ করলেই চলবে না। সঙ্গে জমা দিতে হবে Annexure D, Annexure III-এর সঙ্গে ডিক্ল্যারেশন ফর্ম হিসেবে Annexure IV।
কীভাবে এই ফর্ম পাবেন?
কমিশনের নিয়ম অনুযায়ী, যে সকল নাগরিকের বয়স ১৮ বছরের উর্ধ্বে তাঁরা স্থানীয় ব্লক অফিস, জেলাশাসকের দফতর কিংবা অনলাইনেই এই ফর্মের মাধ্য়মে আবেদন জানাতে পারেন। যদি কোনও ভোটার অনলাইন মাধ্যমে ফর্ম ৬ পূরণ করতে চান, সেক্ষেত্রে তাঁকে প্রথমেই চলে যেতে হবে ECINET ওয়েবসাইট। voters.eci.gov.in/ – এই লিঙ্কে ক্লিক করলেও হবে। তারপর সংশ্লিষ্ট পোর্টালে সাইন আপ বা আগে থেকে অ্য়াকাউন্ট থাকলে লগ ইন করতে হবে।এরপর ফর্মস অপশনে ক্লিক করতে হবে। সেখানেই থাকবে ফর্ম ৬। সঙ্গে মিলে যাবে বাকি Annexure-গুলিও। তাতে ঢুকে যাবতীয় তথ্য় দিয়ে ‘সাবমিট’ করলেই জমা পড়ে যাবে ফর্ম।
