KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ৩০ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থা ৩ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। কলকাতার উত্তরাংশে কাঁকুড়গাছি অঞ্চলের কিছু অংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি বেলেঘাটা বিধানসভার অন্তর্ভুক্ত।
৩০ ওয়ার্ডটি উত্তরে সতীন সেন সরণি, উপেন্দ্র চন্দ্র ব্যানার্জী রোড, সাস্তীতলা রোড এবং নারকেলডাঙ্গা উত্তর রোডের সীমানায় অবস্থিত। পূর্ব দিকে সিআইটি রোড এবং উপেন্দ্র ব্যানার্জি রোড, দক্ষিণে ধ্যান দেবী খান্না রোড এবং মতিলাল সেন লেন, এবং পশ্চিমে সাস্তীতলা রোড, মতিলাল সেন লেন, নারকেলডাঙ্গা উত্তর রোড অবস্থিত।
এই ওয়ার্ডটি ফুলবাগান ও নারকেলডাঙা থানার দ্বারা নিয়ন্ত্রিত। এদিকে, উল্টোডাঙ্গা মহিলা থানা কলকাতা পুলিশের পূর্ব শহরতলির বিভাগের আওতাধীন সমস্ত পুলিশ জেলাকে কভার করে। যেমন বেলিয়াঘাটা, এন্টালি, মানিকতলা, নারকেলডাঙ্গা, উল্টোডাঙ্গা, ট্যাংরা এবং ফুলবাগান। এটিও এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের বাসিন্দার সংখ্যা ৩০, ০৫০ জন।
২০০৫ সাল থেকেই এই ওয়ার্ডটি তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রনাধীন। যখন বামেদের দাপট বাংলায়, তখন থেকেই এই ওয়ার্ডকে নিজেদের দখলেই রেখেছিল তৃণমূল কংগ্রেস। তত্কালীন সময়ে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন স্বপন সমাদ্দার। পরবর্তী কালে ২০১০ সালে পুরভোটেও জয়ের ধারা বজায় রাখে তৃণমূল। কাউন্সিলর হন স্বপনবাবুই। ২০১৫ সালেও জয় অব্যাহত। তবে কাউন্সিলর বদলে হন পাপিয়া ঘোষ।
২০১৫ সালে কলকাতার এই ওয়ার্ডের পুরভোটের ফলাফল
২০১৫ সালে এই ওয়ার্ডের কাউন্সিলর হন পাপিয়া ঘোষ। ২০১০ সালের তুলনায় ১৯টি আসন বেশি পায় তৃণমূল। দ্বিতীয় স্থানে বামেরা। আসন সংখ্যা কমে ১৮ টা ও ,তৃতীয় স্থানে বিজেপি। তাদের ৪ টি আসন বাড়ে।
২০২১ পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী পাপিয়া ঘোষ বিশ্বাস। বিজেপি প্রার্থী মহম্মদ মুক্তার।
বামেদের তরফে প্রতিদ্বন্দিতা করছেন শাশ্বতী দাশগুপ্ত।
বেলেঘাটা|| ওয়ার্ড নম্বর- ৩০ (বোরো- ৩) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | পাপিয়া ঘোষ (বিশ্বাস) | ১১৩১৫ | ৭৬.৭৩ | ৬০.৪৮ |
বিজেপি | মঞ্জিন্দর কৌর | ১৩৮৫ | ৯.৩৯ | ১০.০৮ |
বাম | শাশ্বতী দাশগুপ্ত | ১৮৫৩ | ১২.৫৭ | ২৬.৬৬ |
কংগ্রেস | – | – | – | ১.২৪ |
অন্যান্য | – | – | – | ০.৭২ |
বেলেঘাটা || ওয়ার্ড নম্বর- ৩০ (বোরো- ৩) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | পাপিয়া ঘোষ (বিশ্বাস) | ৯,৭১৭ | ৬০.৪৮ |
বিজেপি | রেখা রানা | ১,৬১৯ | ১০.০৮ |
বাম | অপর্ণা দাস (পিঙ্কি) | ৪,২৮৩ | ২৬.৬৬ |
কংগ্রেস | রিনা দেবী রাম | ২১৫ | ১.২৪ |
অন্যান্য | – | ২৩২ | ০.৭২ |