AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কর্মী বিক্ষোভে রায়দিঘির ‘দলবদলু’ প্রার্থী বদলের পথে বিজেপি!

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ ছিলেন শান্তনু বাপুলি, তৃণমূলত্যাগী বাপুলিকেই প্রার্থী করেছিল বিজেপি (BJP)

কর্মী বিক্ষোভে রায়দিঘির 'দলবদলু' প্রার্থী বদলের পথে বিজেপি!
নিজস্ব চিত্র
| Updated on: Mar 15, 2021 | 8:42 PM
Share

কলকাতা: দফায় দফায় বিক্ষোভ হেস্টিংসের কার্যালয়ের সামনে বিক্ষোভের প্রেক্ষিতে রায়দিঘির প্রার্থী বদলের সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি (BJP)। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি ও ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির টিকিট পেয়েছেন তৃণমূল ছেড়ে পদ্মে নাম লেখানো দুই নেতা। যা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়।

সোমবার রায়দিঘির শান্তনু বাপুলির প্রার্থীপদ বদলের দাবিতে উত্তাল হয়ে ওঠে হেস্টিংসের বিজেপি কার্যালয়। অবশেষে কর্মী সমর্থকদের ক্ষোভ প্রশমনে উদ্যোগী হল বিজেপি নেতৃত্ব। আশ্বাস দেওয়া হয়, রায়দিঘির জন্য নতুন প্রার্থী দেওয়ার ব্যাপারে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হবে। রায়দিঘি মন্ডল সভাপতি জানান, কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেননের সঙ্গে কথা হয়েছে তাঁদের। প্রার্থী বদলের আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের। বলেন, মঙ্গলবার সকালের মধ্যে সদর্থক বার্তা পাবেন কর্মী-সমর্থকেরা। এই আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেন রায়দিঘির বিজেপি কর্মী সমর্থকেরা।

প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ ছিলেন শান্তনু বাপুলি। রায়দিঘি বিধানসভায় তৃণমূল থেকে তাঁর টিকিট পাওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু টিকিট না পেয়ে তিনি যোগাযোগ রেখেছিলেন বিজেপির সঙ্গে। তারপর রবিবাসরীয় দুপুরে জানা যায়, বিজেপি রায়দিঘি বিধানসভা আসনে প্রার্থী করেছে শান্তনুকে। আর তার পরেই শুরু হয় বিজেপির পুরোনো নেতা-কর্মীদের বিক্ষোভ। যার প্রেক্ষিতে ওই কেন্দ্রে প্রার্থী বদল করতে চলেছে বিজেপি।

আরও পড়ুন: ভাঙড়ে আইএসএফ প্রার্থী আব্বাসের ভাই! অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার

এদিকে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই দেওয়াল লিখন শুরু করে দিয়েছিলেন দীপক হালদারের লোকজন। কিন্তু দীপককে প্রার্থী হিসেবে মেনে নিতে পারেননি বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবাংশু পান্ডার অনুগামীরা। বিক্ষোভ শুরু করেন তাঁরা। এদিকে পাঁচলা এবং উদয়নারায়ণপুরের প্রার্থী বদল নিয়ে এখনও কোনও আশ্বাস না পাওয়ায় সন্ধ্যে পর্যন্ত হেস্টিংসের অফিসের সামনে বিক্ষোভে অনড় সেখানকার সমর্থকেরা।