AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোটের আগে বোমাবাজি হরিরামপুরে, জখম চারজন

আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় হরিরামপুরে ভোটগ্রহণ (West Bengal elections 2021)। বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট মিটতেই এই এলাকা উত্তপ্ত হতে শুরু করেছে বলে স্থানীয়দের অভিযোগ।

ভোটের আগে বোমাবাজি হরিরামপুরে, জখম চারজন
ফাইল চিত্র।
| Updated on: Apr 23, 2021 | 11:38 AM
Share

দক্ষিণ দিনাজপুর: ভোটের (West Bengal elections 2021) আগে উত্তপ্ত হরিরামপুর। তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত এলাকা। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনা ঘিরে শুক্রবারও এলাকায় চাপানউতর রয়েছে।

অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্রের কেসরাইল এলাকায় বোমাবাজি শুরু হয়। এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তোলে বিজেপি। বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের দাবি, তাঁদের বুথ সভাপতি-সহ দু’জন বোমার আঘাতে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে প্রার্থী বিপ্লব মিত্রের অভিযোগ, বিজেপির ছোড়া বোমার আঘাতে তাঁদের চারজন কর্মী জখম হয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় হরিরামপুরে ভোটগ্রহণ। বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট মিটতেই এই এলাকা উত্তপ্ত হতে শুরু করেছে বলে স্থানীয়দের অভিযোগ। এলাকাবাসীর দাবি, ভোটারদের ভয় দেখাতেই এই ধরনের হিংসার বাতাবরণ তৈরি করা হচ্ছে এলাকায়। ভোটের মুনাফা নিতে রঙের ভেদাভেদ ভুলে একদল দুষ্কৃতী এই ধরনের সমাজবিরোধী কাজ করছে বলে অভিযোগ করেছেন তাঁরা।