Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যা ভাবিনি হল তাই-ই’! আরাধ্যাকে এক্কেবারে বদলে দিলেন ঐশ্বর্যা

রটেছিল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে সম্পর্ক একেবারেই ভাল নেই। এও রটেছিল বচ্চন পরিবার থেকে আলাদা থাকছেন অ্যাশ। সত্যিই কি তাই? এই নিয়ে যখন জোর জল্পনা তখন গোটা বচ্চন পরিবার হাজির হয়েছিলেন এক কবাডি ম্যাচে।

'যা ভাবিনি হল তাই-ই'! আরাধ্যাকে এক্কেবারে বদলে দিলেন ঐশ্বর্যা
আরাধ্যাকে নিয়ে ঐশ্বর্যার সিদ্ধান্তে চমকে গেলেন সকলে
Follow Us:
| Updated on: Jan 08, 2024 | 6:05 PM

রটেছিল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে সম্পর্ক একেবারেই ভাল নেই। এও রটেছিল বচ্চন পরিবার থেকে আলাদা থাকছেন অ্যাশ। সত্যিই কি তাই? এই নিয়ে যখন জোর জল্পনা তখন গোটা বচ্চন পরিবার হাজির হয়েছিলেন এক কবাডি ম্যাচে। জয়া বচ্চন ছাড়া হাজির ছিলেন সকলেই। তবে সকলের নজর ঘুরে গেল আরাধ্যার দিকে। তাঁকে এই ভাবে দেখে অবাক সকলে। এ কী রূপ তাঁর! ঐশ্বর্যা কি তবে বদলেই দিলেন সকলকে? এত কাল সকলে দেখে এসেছেন, চাইনিজ কাটে। তাঁর কপাল দেখা যায় না কেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্নও। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে এক নাটকে চুলের স্টাইল বদলেছিলেন আরাধ্যা। এবার মা-বাবার সঙ্গে ম্যাচ দেখতে এসেও তাঁর চুলের স্টাইলে দেখা গেল আমূল পরিবর্তন। না, আর চাইনিজ কাট নেই তাঁর। বরং দেখা যাচ্ছে কপাল।

আরাধ্যার জীবনে ঐশ্বর্যর নিয়ন্ত্রণ কারও অজানা নয়। মেয়ের বয়স ১২ ছুঁলেও এখনও জনসমক্ষে তাঁর হাত ছাড়েন না ঐশ্বর্য। সেই ঐশ্বর্যই কিনা মেয়ের স্টাইল বদলাতে রাজি হলেন? নেটিজেনদের একটা বড় অংশ করেছে সেই প্রশ্নই।

প্রসঙ্গত, ‘জয়পুর পিঙ্ক পান্থার’ কবাডি টিমের অন্যতম মালিক অভিষেক। বান্টি ওয়ালিয়ার সঙ্গে মিলিত হয়ে ২০১৪ সালে ওই টিম কেনেন তিনি। এ দিন টিম জয়লাভও করে। হাসিমুখে স্টেডিয়াম থেকে বের হন দম্পতি। ভক্তরাও খানিক স্বস্তিতে। তবে কি বরফ গলতে শুরু করেছে? এমনটাই যে চান তাঁরা।