ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের প্রভাব! জন্মদিনে মেয়ে আরাধ্যাকে ভুললেন অভিষেক?

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Nov 16, 2024 | 4:55 PM

১৬ নভেম্বর আরাধ্যা বচ্চনের জন্মদিন। ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র আদরের কন্যা। মেয়েকে সব সময় আগলে আগলে রাখেন মা ঐশ্বর্য। তিনি যেখানে যান সব সময় সঙ্গে নিয়ে যান মেয়েকে। গত কয়েক মাসে আরাধ্য়াকে শুধুই দেখা গিয়েছে ঐশ্বর্যর সঙ্গে।

ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের প্রভাব! জন্মদিনে মেয়ে আরাধ্যাকে ভুললেন অভিষেক?

Follow Us

১৬ নভেম্বর আরাধ্যা বচ্চনের জন্মদিন। ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র আদরের কন্যা। মেয়েকে সব সময় আগলে আগলে রাখেন মা ঐশ্বর্য। তিনি যেখানে যান সব সময় সঙ্গে নিয়ে যান মেয়েকে। গত কয়েক মাসে আরাধ্য়াকে শুধুই দেখা গিয়েছে ঐশ্বর্যর সঙ্গে। বাবা অভিষেকের সঙ্গে কোনও মুহূর্তই ফ্রেমবন্দি হয়নি।

এমনকি অনন্ত অম্বানির বিয়েতে অভিষেক গিয়েছিলেন গোটা বচ্চন পরিবারের সঙ্গে। অন্য দিকে ঐশ্বর্য-আরাধ্য়া উপস্থিত হয়েছিলেন একেবারেই আলাদা। তার পর থেকেই তারকা দম্পতির বিবাববিচ্ছেদের কথা আরও বেশি জোড়াল হয়। মেয়ের জন্মদিনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঐশ্বর্য এবং অভিষেক।

নভেম্বরের প্রথমেই ছিল ঐশ্বর্যর জন্মদিন। সে দিন কোনও পোস্ট আসেনি অভিষেকের তরফে। তার পর অনেকেই ধরে নেন যে সত্যিই বিচ্ছেদ হচ্ছে অভিষেক ঐশ্বর্যর। দিনের অর্ধেক কেটে যাওয়ার পরেও বাবা অভিষেকের তরফ থেকে এখনও আসেনি আরাধ্যার জন্মদিনের কোনও শুভেচ্ছা। তাতেই দর্শক মনে তৈরি হয়েছে অনেক প্রশ্ন।

অনেকেরই দাবি তবে কি ঐশ্বর্যর সঙ্গে মনোমালিন্যর প্রভাব পড়ল আরাধ্যার উপরও। মেয়েকে ভুলে গেলেন জুনিয়র বচ্চন। এমন অনেক প্রশ্নই উঠছে। যদিও এখনও পর্যন্ত কোনও মন্তব্যই করেননি তাঁরা। কোন দিকে গড়াবে অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের জল। সে কথা তো সময় বলবে।

Next Article