AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Govinda: নির্বাচনী প্রচারের মাঝে অসুস্থ গোবিন্দা, তড়িঘড়ি ফিরলেন মুম্বই

Govinda: নির্বাচনী প্রচারের মাঝে অসুস্থ গোবিন্দা, তড়িঘড়ি ফিরলেন মুম্বই

TV9 Bangla Digital

| Edited By: উত্‍সা হাজরা

Updated on: Nov 17, 2024 | 11:59 PM

Share

Govinda: মহারাষ্ট্রের নির্বাচনী প্রচার নিয়ে আপাতত খুবই ব্যস্ত ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেতা গোবিন্দা। নির্বাচনী প্রচারের জন্য তিনি ছিলেন জলগাঁও-তে। সেই অঞ্চলের মুক্তাইনগর, বডওয়াড, পাচোরা সহ বিভিন্ন জায়গায় প্রচার করার কথা ছিল তাঁর।

অসুস্থ গোবিন্দা

মহারাষ্ট্রের নির্বাচনী প্রচার নিয়ে আপাতত খুবই ব্যস্ত ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেতা গোবিন্দা। নির্বাচনী প্রচারের জন্য তিনি ছিলেন জলগাঁও-তে। সেই অঞ্চলের মুক্তাইনগর, বডওয়াড, পাচোরা সহ বিভিন্ন জায়গায় প্রচার করার কথা ছিল তাঁর। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়ায় মাঝপথে সব ছেড়ে মুম্বই ফিরে এলেন তিনি।

অনুপমার সেটে মৃত্যু

ভয়ঙ্কর কাণ্ড। জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’র সেটে ভয়াবহ কাণ্ড। সিরিয়ালের সেটেই মৃত্যু এক সহকারীর। কী ঘটেছে? তিন দিন আগের ঘটনা। ১৪ নভেম্বর বৃহস্পতিবার গুরগাঁওর ফিল্ম সিটিতে সিরিয়ালের শুটিং চলছিল। সেই শুটিং চলাকালীনই বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সিরিয়ালের সহকারী চিত্রগাহকের।

অভিষেকের প্রেমের ইস্তেহার

শহরে হিমেল বাতাস জানান দিচ্ছে শীত এল বলে। আর শীত আসা মানেই গুটি গুটি পায়ে এসে পড়বে বসন্তও। তবে স্টুডিয়োপাড়ার অন্দরের ফিসফাস ‘ফুলকি’র সেটে নাকি ইতিমধ্যেই কড়া দিচ্ছে বসন্ত। অভিনেত্রী শার্লি মোদকের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন অভিনেতা অভিষেক বসু। যদিও প্রকাশ্যে সম্পর্কের কথা বলতে নারাজ তাঁরা।

আয়ুষ্মানের কাণ্ড

বলিউডে তাঁদের দাম্পত্য কোনও রূপকথার চেয়ে কম নয়। আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কাশ্যপের জীবনকাহিনি হয়ে উঠতে যে কোনও দম্পতির প্রেরণা। সেই দাম্পত্যেও বিঁধেছিল বিচ্ছেদের কাঁটা। তাহিরাকে ছেড়ে অন্য মহিলার কাছে চলে যেতে চেয়েছিলেন আয়ুষ্মান। জনপ্রিয়তা পাওয়ার পর এমনটাই ভেবেছিলেন। কিন্তু ছ’মাসের মাথায় সিদ্ধান্ত বদলান নায়ক।

নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালার বিয়ে

আগামী ৪ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। এ বার হবু দম্পতির বিয়ের কার্ডের ঝলক ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই সঙ্গে তাঁরা যে পূর্বনির্ধারিত দিনেই নতুন জীবন শুরু করতে চলেছেন, সেই খবরেও সিলমোহর পড়ল।

অঙ্কুশের প্রশংসা

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। তাঁদের সম্পর্কের বয়স ১৪ বছরের। এদিন প্রেমিকা ঐন্দ্রিলাকে প্রশংসায় ভরালেন নায়ক। অঙ্কুশের জন্য বিশেষ রান্না করছিলেন অভিনেত্রী। সেই ভিডিয়োই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন অঙ্কুশ। জানালেন নায়িকা নাকি দক্ষ রাঁধুনি।

নয়নতারা-ধনুষের টক্কর

কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্যা ফেয়ারি টেল’। এই তথ্যচিত্রে ধনুশ প্রযোজিত সিনেমা ‘নানুম রাউডি ধান’ – এর একটি ছোট্ট অংশ ব্যবহার করা হয়েছে। আর এখানেই শুরু হয়েছে বিপত্তি। ধনুশের এই সিনেমাটি তথ্যচিত্রে ব্যবহার করার অপরাধে ১০ কোটি টাকার আইনি নোটিশ নয়ন তারাকে পাঠিয়েছেন অভিনেতা।

কিঞ্জলের প্রেম

আরজি কর আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন । কথা হচ্ছে কিঞ্জল নন্দর। তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে ছিলেন তাঁর স্ত্রী নম্রতা। এদিন তাঁর জন্মদিনে আদুরে পোস্ট করলেন কিঞ্জল। স্ত্রীকে প্রেম, ভালবাসা আদরেব ভরালেন অভিনেতা।

নীনার ক্ষোভ

কেরিয়ার প্রসঙ্গে অভিনেত্রী নীনা গুপ্ত সব সময়েই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। নীনা জানান, নোলানের ‘টেনেট’ ছবির জন্য অডিশন দিয়েছিলেন তিনি। তার আগে সুদূর লস অ্যাঞ্জেলেসে গিয়ে পরিচালকের সঙ্গে দেখা করেনি তিনি। নীনার পরিবর্তে ওই ছবিতে সুযোগ পান ডিম্পল কপাডিয়া। তাই অভিনেত্রীর উপর নীনার ক্ষোভ।