AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘নার্স’ নায়কের প্রেমিকা ‘বাস ড্রাইভার নায়িকা! টেলিপাড়ায় নতুন ফিসফাস

সাধারণত পর্দায় আমরা যেমনটা দেখি— নায়ক মানেই বিত্তবান ব্যবসায়ী বা বিদেশ ফেরত কোনও যুবক, আর নায়িকা শান্ত-শিষ্ট ঘরোয়া মেয়ে। কিন্তু এই ধারাবাহিকে দেখা যাবে সম্পূর্ণ বিপরীত মেরুর দুই মানুষকে। ধারাবাহিকের নায়ক পেশায় একজন নার্স, আর নায়িকা সামলাবেন বাসের স্টিয়ারিং!

'নার্স' নায়কের প্রেমিকা 'বাস ড্রাইভার নায়িকা! টেলিপাড়ায় নতুন ফিসফাস
| Updated on: Jan 17, 2026 | 12:27 PM
Share

টেলিভিশনের পর্দায় এবার একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছেন পরিচালক সুশান্ত দাস। তাঁর নতুন ধারাবাহিক ‘ভালবাসার রং রুট’-এ ধরা পড়বে এক ‘উলটপুরাণ’ আখ্যান। যেখানে প্রথাগত লিঙ্গবৈষম্যকে বুড়ো আঙুল দেখিয়ে খোলনলচে বদলে ফেলা হয়েছে নায়ক-নায়িকার পেশাকে।

সাধারণত পর্দায় আমরা যেমনটা দেখি— নায়ক মানেই বিত্তবান ব্যবসায়ী বা বিদেশ ফেরত কোনও যুবক, আর নায়িকা শান্ত-শিষ্ট ঘরোয়া মেয়ে। কিন্তু এই ধারাবাহিকে দেখা যাবে সম্পূর্ণ বিপরীত মেরুর দুই মানুষকে। ধারাবাহিকের নায়ক পেশায় একজন নার্স, আর নায়িকা সামলাবেন বাসের স্টিয়ারিং!

নায়ক ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এই ধারাবাহিকে ‘রেহান’ নামক এক চরিত্রে অভিনয় করছেন। মেধাবী ছাত্র রেহান ডাক্তার হতে চাইলেও অভাবের তাড়নায় আজ সে সেবাকর্মী বা নার্স। নিজের চরিত্রকে নিখুঁত করতে চেষ্টার খামতি রাখছেন না অভিনেতা। ইন্দ্রনীল জানিয়েছেন, “রক্তচাপ মাপা থেকে শুরু করে রোগীদের সেবা করার ছোটখাটো কায়দাগুলো রপ্ত করছি। রেহানের মধ্যে এমন এক রহস্য রয়েছে যা দর্শকদের চমকে দেবে।”

অন্যদিকে, বাসচালকের মতো কঠিন চরিত্রে অভিনয় করছেন নবাগতা মিষ্টি সিংহ রায়। বড় বড় চাকা আর ভারী স্টিয়ারিং সামলানো যে সহজ কথা নয়, তা হাড়হাড়ে টের পেয়েছেন তিনি। মিষ্টির কথায়, “গাড়ি চালানো আর বাস চালানো এক নয়। প্রোমো শুটিংয়ের দিন ভয়ে কুঁকড়ে ছিলাম। তবে পরে ওয়ার্কশপ করেছি, বাসে চড়ে চালকদের খুঁটিনাটি লক্ষ্য করেছি। এখন ভয়টা অনেকটা কেটেছে।” ধারাবাহিকটি খুব শীঘ্রই দেখা যাবে সান বাংলায়।