AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কাশ্মীর যাবে কলমা শিখে নাও, নইলে ভুগবে…’, বাঙালি অভিনেত্রীকে পরামর্শ পাকিস্তানের নায়কের

কাশ্মীরের বৈসরনের পর্যটকের উপর আক্রমণের ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। কাশ্মীর উপত্যকায় পাক জঙ্গিদের এই হত্য়ালীলার ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা দুনিয়া জুড়ে।

'কাশ্মীর যাবে কলমা শিখে নাও, নইলে ভুগবে...', বাঙালি অভিনেত্রীকে পরামর্শ পাকিস্তানের নায়কের
Image Credit: Meta AI
| Updated on: Apr 26, 2025 | 1:36 PM
Share

কাশ্মীরের বৈসরনের পর্যটকের উপর আক্রমণের ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। কাশ্মীর উপত্যকায় পাক জঙ্গিদের এই হত্য়ালীলার ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা দুনিয়া জুড়ে। এই ঘটনার ফলে কাশ্মীরের ট্রিপ বাতিল করছেন দেশ-বিদেশের পর্যটক। রীতিমতো আতঙ্কে রয়েছেন অনেকেই। ঠিক যেমন, বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ।

অভিনেত্রী পায়েল ঘোষের কাশ্মীরে যাওয়ার কথা। টিকিট বুক, হোটেল বুক সবই হয়ে গিয়েছে। কিন্তু পহেলগাঁওয়ের এই ঘটনার পর একটু আতঙ্কেই রয়েছেন পায়েল। পায়েল এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই আতঙ্কের কথা পাকিস্তানের এক নায়ক বন্ধুকে জানিয়ে ছিলেন। তারপরেই সেই নায়কের কাছ থেকে এমন এক বার্তা আসে, যে হতবাক হয়ে যান পায়েল।

পায়েল জানিয়েছেন, আমার কাশ্মীরের যাওয়ার প্ল্যান শুনেই আমার বন্ধু আমাকে বলে, কাশ্মীরে যে যাচ্ছ, কলমা বলতে পারো? নাহলে তো ভুগতে হবে। নিজের দেশে বেড়াতে যাওয়ার জন্য যে এমন আতঙ্কে ভুগতে হবে, তা বিশ্বাস হচ্ছে না।