শীঘ্রই ভাঙবে হাটে হাঁড়ি! বচ্চন পরিবার নিয়ে কি এবার মুখ খুলতে চলেছেন ঐশ্বর্য?

Bollywood Gossip: একে অন্যের সঙ্গে থাকছেনও না, সে খবরে যদিও এখনও শিলমোহর পড়েনি। আরাধ্যাও নাকি কখনও মা কিংবা কখনও বাবার সঙ্গে থাকছেন। যদিও এই বিচ্ছেদের প্রসঙ্গে কোনও মন্তব্যই করতে শোনা যায়নি এই জুটিকে।

শীঘ্রই ভাঙবে হাটে হাঁড়ি! বচ্চন পরিবার নিয়ে কি এবার মুখ খুলতে চলেছেন ঐশ্বর্য?
Follow Us:
| Updated on: Apr 01, 2024 | 7:32 PM

বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই জল্পনা তুঙ্গে। আর তা হল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর। দিন দিন নাকি দূরত্ব বাড়ছে নাকি তাঁদের। বচ্চন পরিবার নাকি ছেড়েছেন ঐশ্বর্য। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে ঐশ্বর্য রাই বচ্চন নাকি থাকছেন না আর বচ্চন পরিবারে। যদিও তাঁরা নাকি এই দূরত্বের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না। অধিকাংশেরই মত তাঁরা আদালা হতে চলেছেন। বিবাহ বিচ্ছেদের পথেই নাকি হাঁটছেন এই জুটি। একে অন্যের সঙ্গে থাকছেনও না, সে খবরে যদিও এখনও শিলমোহর পড়েনি। আরাধ্যাও নাকি কখনও মা কিংবা কখনও বাবার সঙ্গে থাকছেন। যদিও এই বিচ্ছেদের প্রসঙ্গে কোনও মন্তব্যই করতে শোনা যায়নি এই জুটিকে। এমনকি বচ্চন পরিবারে এখন যে সবটা স্বাভাবিক রয়েছেন, এমন ছবি খুব কম হলেও উঠে আসছে মাঝে মধ্যেই।

এবার মিলল এমনই আরও এক প্রমাণ। যেখানে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে যে বচ্চন পরিবারের সম্পর্ক ঠিক রয়েছে তা অনুমান করে নেওয়াই যায়। ঐশ্বর্য রাই বচ্চন প্রথম নভ্যা নভেলি নন্দার শোয়ে আসতে চলেছেন বলেই মিলছে খবর। ননদের মেয়ের পটকাস্টে শোয়ে অতিতে অনেকেই এসেছেন বচ্চন পরিবারের। যদিও সেখানে ঐশ্বর্যকে নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায়নি কাউকেই। এবার সামনে এল অন্য ছবি। ঘনিষ্ট সূত্রে খবর ঐশ্বর্য নাকি এবার নভ্যার প্রশ্নের মুখোমুখি হতে চলেছেন। অর্থাৎ এটা স্পষ্ট হয়ে যায় যে যেখানে পারিবারিক একাধিক সমীকরণ স্পষ্ট হতে চলেছে। খবর সামনে আসতেই জল্পনা তুঙ্গে। একশ্রেণির মুখে আবার ফিরল হাসিও। ঐশ্বর্যের সংসার এখনও অটুট, এই অনুমানেই স্বস্তি নেটপাড়ায়।