বলিউডের কোন নায়িকার থেকে চোখ সরাতে পারেন না অক্ষয় খান্না?
অক্ষয়ের অভিনয় ছাপিয়ে গিয়েছে রণবীর সিংয়ের অভিনয়কে। অনেকেই আলোচনা করছেন , অক্ষয় বরাবর ভাল অভিনয় করেছেন, তবে খবরের শিরোনামে থাকেননি। অক্ষয় তাঁর প্রাপ্য সম্মান পাননি বলিউডের থেকে। তবে সব থেকে বেশি ভাইরাল হয়েছে ঐশ্বর্যকে নিয়ে অক্ষয়ের বক্তব্যকে ঘিরে। এমনিতে দুটি হিট ছবি রয়েছে অক্ষয় খান্নার সঙ্গে ঐশ্বর্য রাইয়ের। ১৯৯৯ সালে আসে সুভাষ ঘাই পরিচালিত ছবি 'তাল'।

অভিনেতা অক্ষয় খান্না এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন। স্যোশাল মিডিয়া খুললেই অক্ষয় খান্নাকে দেখা যাচ্ছে। তাঁর ধুরন্দর ছবি শুধু বক্স অফিস কাঁপাচ্ছে না, সমাজ মাধ্যমেও ছেয়ে রয়েছেন অক্ষয় খান্না। অক্ষয়ের প্রেমের গুঞ্জন থেকে অক্ষয় কেন বিয়ে করেননি। বিয়ে নিয়ে তিনি কী বলেছিলেন, এই সব খবর নিয়ে পাঠকদের উত্তেজনা তুঙ্গে। স্যোশাল মিডিয়ায় অক্ষয়ের নাচের হুকস্টেপস থেকে তাঁর গানের রিল ভাইরাল। অক্ষয়ের অভিনয় ছাপিয়ে গিয়েছে রণবীর সিংয়ের অভিনয়কে। অনেকেই আলোচনা করছেন , অক্ষয় বরাবর ভাল অভিনয় করেছেন, তবে খবরের শিরোনামে থাকেননি। অক্ষয় তাঁর প্রাপ্য সম্মান পাননি বলিউডের থেকে। তবে সব থেকে বেশি ভাইরাল হয়েছে ঐশ্বর্যকে নিয়ে অক্ষয়ের বক্তব্যকে ঘিরে। এমনিতে দুটি হিট ছবি রয়েছে অক্ষয় খান্নার সঙ্গে ঐশ্বর্য রাইয়ের। ১৯৯৯ সালে আসে সুভাষ ঘাই পরিচালিত ছবি ‘তাল’। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে ছিলেন ঐশ্বর্য। সেই ছবি কাল্ট হয়ে রয়েছে, ওই বছরেই এসেছিল আরও একটি ছবি ‘ আ আব লট চলে’। এই ছবি দুটি মুক্তি পেতেই গুঞ্জন শুরু হয় এই জুটি প্রেম করছে। তবে সেই সব গুঞ্জন নস্যাৎ হয়ে যায় যখন সঞ্জয় লীলা ভনসালি র ছবিতে ঐশ্বর্য রাই অভিনয় করেন সলমন খানের সঙ্গে। এর পরের ঘটনাটা তো বলিউডের ইতিহাস।
অন্যদিকে, অবিবাহিত থেকে গিয়েছেন অক্ষয় খান্না। এর কারণ নিয়ে সাংবাদিকরা বারংবার প্রশ্ন করলেও অক্ষয় জানান, তিনি অবিবাহিত সুখি আছেন, দায়িত্ব নেই ভালো আছেন, বিয়ে করার কোন ইচ্ছেও তাঁর নেই। যদিও আজও তিনি এলিজেবল ব্যাচেলার। তবে করণ জহরের শোয়ে এসে অক্ষয় স্বীকার করেন তিনি ঐশ্বর্য রায়ের সৌন্দর্যে মোহিত হয়ে থাকেন। ঐশ্বর্য সব থেকে সুন্দরী ও মোহময়ী। এই উত্তরে করণ বলেন নিশ্চিত এই কথা শুনে ঐশ্বর্য খুশি হবেন, হতচকিত হবেন না। সঙ্গে এও জিজ্ঞেস করেন, ঐশ্বর্য এই কথা জানেন কিনা উত্তরে সকলকে স্তম্ভিত করে দিয়ে অক্ষয় বলেন, ” আমি মনে করি ঐশ্বর্য সবথেকে সুন্দরী ও মোহময়ী, আমার পছন্দের কথা ঐশ্বর্য রাই জানেন। আমরা একসঙ্গে দুটি ছবি করেছি। এটাতে ঐশ্বর্য হয়তো লজ্জা পায় না, কারণ, এই পরিস্থিতি ও অনেক ফেস করেছেন। তবে আমার জন্য লজ্জার, কারণ আমি সাধারণত এই রকম ভাবে কোন মহিলার দিকে তাকিয়ে থাকি না। আমি ঐশ্বর্যের মুখের দিকে তাকালে, চোখ ফেরাতে পারি না কিছুতেই, মন্ত্র মুগ্ধ হয়ে যাই। চোখ স্থির হয়ে যায়। এটাতে আমার কিছু করার নেই কিছুতেই নিজেকে সামলাতে পারি না। এতো সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন।
