Sundarban: মেয়েদের পায়ে বল আর খোলা মাঠ দিলে কী হয়, দেখিয়ে দিলেন বাড়ির বৌমারা
এই ফুটবল খেলা শুধু বিনোদন নয়, মহিলাদের আত্মবিশ্বাস,অধিকার, সামাজ বদলের এক জোরালো বার্তা। যাঁরা ঘরের কাজ, মাঠের কাজ,পরিবার সামলাতেই ব্যস্ত থাকেন, তাঁরাই এবার নিজেদের সক্ষমতা প্রকাশ করলেন বল পায়ে নিয়ে দৌড়ের মাধ্যমে। আর সেই খেলার মাধ্যমেই জিতেও নিলেন ট্রফি।
প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রানিগড় গ্রাম। রান্নাঘর ও সংসারের চার দেওয়াল টোপকে খেলার মাঠে শাড়ি পরেই রবিবার এবার ফুটবল পায়ে নিয়ে দাপিয়ে বেড়ালেন প্রত্যন্ত গ্রামের গৃহবধূরা। এই ফুটবল খেলা শুধু বিনোদন নয়, মহিলাদের আত্মবিশ্বাস,অধিকার, সামাজ বদলের এক জোরালো বার্তা। যাঁরা ঘরের কাজ, মাঠের কাজ,পরিবার সামলাতেই ব্যস্ত থাকেন, তাঁরাই এবার নিজেদের সক্ষমতা প্রকাশ করলেন বল পায়ে নিয়ে দৌড়ের মাধ্যমে। আর সেই খেলার মাধ্যমেই জিতেও নিলেন ট্রফি।

