এই নায়কের সঙ্গে এক রাত কাটাতে চান আমিশা! মনের ইচ্ছা স্পষ্ট জানালেন অভিনেত্রী
তবে শোনা যায়, একসময় নাকি আমিশার প্রেমে হাবুডুবু খেত বলিউডের হুজ হুরা। অনেকেই করতে চেয়েছিলেন বিয়ে। কিন্তু আমিশা পাত্তা দেননি। বরং পঞ্চাশে পা দিয়েও আমিশা এখনও সিঙ্গল। তবে আমিশার মনে জায়গা করে রেখেছেন জনপ্রিয় এক নায়ক, যার সঙ্গে নাকি একটা রাত কাটাতেও দ্বিধা করবেন না অভিনেত্রী!

‘কহোনা প্য়ার হ্যায়’ ছবি থেকে বলিউডে পা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন আমিশা পটেল। তবে এরপর কয়েকটা ছবি কপালে জুটলেও, আমিশা তেমন সফল হননি বলিপাড়ায়। তবে শোনা যায়, একসময় নাকি আমিশার প্রেমে হাবুডুবু খেত বলিউডের হুজ হুরা। অনেকেই করতে চেয়েছিলেন বিয়ে। কিন্তু আমিশা পাত্তা দেননি। বরং পঞ্চাশে পা দিয়েও আমিশা এখনও সিঙ্গল। তবে আমিশার মনে জায়গা করে রেখেছেন জনপ্রিয় এক নায়ক, যার সঙ্গে নাকি একটা রাত কাটাতেও দ্বিধা করবেন না অভিনেত্রী! জানেন তিনি কে?
আমিশা যখন স্কুলে পড়তেন তখন থেকেই হলিউড অভিনেতা টম ক্রুজের অন্ধভক্ত। ঘরের দেয়াল, ডায়েরির পাতায় অভিনেতার ছবি রাখতেন। সুযোগ পেলেই টম ক্রুজ অভিনীত ছবি দেখতেন।
এক সাক্ষাৎকারে আমিশা জানান, ‘আমি প্রথম থেকেই টম ক্রুজের ফ্যান। ওকে ছাড়া অন্য কোনও নায়ককে এত ভাল লাগে না। টম আমাকে যা বলবে, তাই করব। এমনকী, এক রাতের জন্য ওর শয্যাসঙ্গিনী হতেও আপত্তি নেই। আমি সত্য়িই টম ক্রুজকে এতটা ভালবাসি।’

২০০০ সালে মুক্তি পায় আমিশা পটেল ও হৃত্বিক রোশেনের প্রথম ছবি কহোনা প্যার হ্য়ায়। সে বছরও সাইয়ারার মতোই বক্স অফিসে ঝড় তুলেছিল আমিশা ও হৃত্বিকের এই ছবি। তাঁদের ফ্রেশ জুটি পছন্দ করেছিল সিনেপ্রেমীরা। অনেকেই সাইয়ারা ছবির মধ্যে ‘কহোনা প্যার হ্যায়’ ছবির সেই ম্যাজিককে খুঁজে পাচ্ছেন।
