ছাড়লেন না অমিতাভও! ঐশ্বর্যাকে এভাবে খোঁচা? ‘দরকার লাগলে তবেই…’

অম্বানিদের জাকজমকপূর্ণ অনুষ্ঠান কাটিয়েছেন সদ্য। সেই অনুষ্ঠানে তাঁর পাশে দেখা যায়নি তাঁর আদরের বৌমা ঐশ্বর্যা রাই বচ্চনকে। খারাপ লেগেছে বিগ-বির?

ছাড়লেন না অমিতাভও! ঐশ্বর্যাকে এভাবে খোঁচা? 'দরকার লাগলে তবেই...'
Follow Us:
| Updated on: Jul 14, 2024 | 6:18 PM

অম্বানিদের জাকজমকপূর্ণ অনুষ্ঠান কাটিয়েছেন সদ্য। সেই অনুষ্ঠানে তাঁর পাশে দেখা যায়নি তাঁর আদরের বৌমা ঐশ্বর্যা রাই বচ্চনকে। খারাপ লেগেছে বিগ-বির? পরিবারের বাকিরা উপস্থিত থাকলেও মেয়েকে নিয়ে ঐশ্বর্যা আসেন আলাদা! সেই কারণেই কি খানিক অভিমানি শেহনশাহ? ফিরে এসেই নিজের ব্লগে মন উজাড় করে লিখলেন সবকিছুই। একই সঙ্গে দিলেন ঐশ্বর্যাকে খোঁচাও?

তিনি লেখেন, “একটা সুন্দর বিয়েবাড়ি হয়ে এলাম। অনেক পুরনো বন্ধুদের সঙ্গে আবার পুরনো দিনে ফিরে এলাম। ফিরে এল সেই উষ্ণতা। হয়তো দেখতে তাঁরা অনেকটাই বদলে গিয়েছেন তবে নিজের দায়িত্বের প্রতি নিষ্ঠা আজও ফিকে হয়ে যায়নি। আসলে জীবন তো এমনটাই। ভালবাসা ভরপুর।” এত অবধি ঠিকই ছিল, তবে শেষের অংশে তিনি যা লিখেছেন তা দেখে মোটেও খুশি নন ঐশ্বর্যার ভক্তরা। একাংশের দাবি নাম না করেই পুত্রবধূকে বিঁধেছেন তিনি।

অমিতাভ লেখেন, “অবাক লাগে ছোট ছোট জিনিসগুলি রয়ে যায়। তবে জীবনের সঙ্গে যে জিনিসগুলোর গভীর সম্পর্ক রয়েছে সেগুলোই আর কারও মনে থাকে না। হয়তো ভুলে যায় না। তবে যদি দরকার লাগে তবে তা বের করা হয়, নয়তো নয়।” ঐশ্বর্যা ও আরাধ্যাকে বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে দেখা যায়নি। শোনা যাচ্ছে পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ঐশ্বর্যা। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও অফিয়াল মন্তব্য করতে দেখা যায়নি রাইসুন্দরীকে।

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)