AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘স্তন নেই তোমার! নিতম্ব এত ছোট কেন?’, অনন্যা পাণ্ডেকে দেখেই উড়ে এল অশ্লীল প্রশ্ন! উত্তরে ধুয়ে কাপড় পরালেন অভিনেত্রী

নেপোকিড তকমা তো অনন্যার গায়ে একেবারে লেগেই রয়েছে। তবে রোগা শরীরের জন্য অনন্যার দিকে ধেয়ে এসেছে বেশ কিছু কুমন্তব্য। নেটপাড়ায় ছবি পোস্ট করলেই অনন্যার কপালে জুটত বডি শেমিং।

'স্তন নেই তোমার! নিতম্ব এত ছোট কেন?', অনন্যা পাণ্ডেকে দেখেই উড়ে এল অশ্লীল প্রশ্ন! উত্তরে ধুয়ে কাপড় পরালেন অভিনেত্রী
Follow Us:
| Updated on: May 16, 2025 | 5:53 PM

বলিউডে পা দেওয়ার পর থেকেই চাঙ্কি পাণ্ডে কন্য়া অনন্যাকে নিয়ে নানা ট্রোলিং চলে সোশাল মিডিয়ায়। নেপোকিড তকমা তো অনন্যার গায়ে একেবারে লেগেই রয়েছে। তবে রোগা শরীরের জন্য অনন্যার দিকে ধেয়ে এসেছে বেশ কিছু কুমন্তব্য। নেটপাড়ায় ছবি পোস্ট করলেই অনন্যার কপালে জুটত বডি শেমিং। তবে অনন্যা প্রথমে এসব নিয়ে মাথা না ঘামালেও, পরে নিজেই জানিয়ে ছিলেন, প্রতিদিন এই ধরনের মন্তব্য শুনে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডে এই নিয়ে ফের মুখ খুললেন। অনন্যা জানান, আমার শারীরিক গঠন ছোটবেলা থেকেই রোগা ধরনের। এমনটাই আমি। কিন্তু আমার নামে রটে যায়, আমি নাকি বোটক্স করিয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করত, তোমার স্তন নেই? অনেকে আবার আমাকে ফ্ল্যাট স্ক্রিন টিভি বলেও ডাকত। প্রথমে এসব খারাপ লাগলেও, এখন আর লাগে না। কারণ আমি জানি, আমার কাজটাই আমার পরিচয়। শরীর নিয়ে এত ভাবি না। আমি যেমন আছি তেমনই থাকতে চাই। তবে যাঁরা আমার স্তন, আমার নিতম্ব নিয়ে কথা বলে, তাঁদের বলতে চাই, নিজের কাজ করুন! নিজেদের দিকে তাকান।

View this post on Instagram

A post shared by Ananya 🌙 (@ananyapanday)