AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের মাত্র ৪ বছরের মধ্যেই ভাঙছে নেহার সংসার? মুখ খুললেন স্বামী

Neha Kakkar: বিগত বেশ কিছু সময় ধরেই বলিউডে রটনা, ঘর ভাঙছে নেহা কক্কর ও স্বামী রোহনপ্রীতের। এও শোনা যাছে তাঁরা নাকি একসঙ্গে থাকছেন না। বিয়ের বয়স মাত্র চার বছর। এর মধ্যেই এত বড় সিদ্ধান্ত? নেহার থেকে প্রায় সাড়ে ছয় বছরের ছোট রোহন। বয়সের ফারাকেই ভাঙছে সংসার? চলতে থাকা গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন রোহন।

বিয়ের মাত্র ৪ বছরের মধ্যেই ভাঙছে নেহার সংসার? মুখ খুললেন স্বামী
মুখ খুললেন স্বামী
| Updated on: Sep 24, 2024 | 7:27 PM
Share

বিগত বেশ কিছু সময় ধরেই বলিউডে রটনা, ঘর ভাঙছে নেহা কক্কর ও স্বামী রোহনপ্রীতের। এও শোনা যাছে তাঁরা নাকি একসঙ্গে থাকছেন না। বিয়ের বয়স মাত্র চার বছর। এর মধ্যেই এত বড় সিদ্ধান্ত? নেহার থেকে প্রায় সাড়ে ছয় বছরের ছোট রোহন। বয়সের ফারাকেই ভাঙছে সংসার? চলতে থাকা গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন রোহন।

বিয়ে ভাঙার গুঞ্জনকে ফুৎকারে উড়িয়ে দিয়ে তাঁর সাফ বক্তব্য, “এখনকার দিনে ভিউজ অনেক বেশি দরকার হয়ে পড়েছে। যারা মিথ্যে কথা রটাচ্ছে আমার মনে হয়, ওদের মনে হচ্ছে এই সব করে অনেক ভিউজ পাবে তাঁরা। মনে হয়, এই সব লিখে ওরা মজা পায়। কিন্তু এই খুশি যে আসল খুশি নয়, এই সব বোধহয় ওরা বুঝতে পারেন না। তাই ওদের এত পাত্তা দেওয়াই উচিৎ নয়।”

রোহন আশ্বাস দিয়েছেন নেহার সঙ্গে সবকিছু ঠিকই আছে তাঁর। প্রতিটা সম্পর্কে গুরুত্বপূর্ণ হল বন্ধুত্ব। তাদের মধ্যে সেই বন্ধুত্বের উপস্থিতি ষোলোআনা– এমনটাই দাবি তাঁর। এই মুহূর্তে বিগবস বিজয়ী সানা মকবুলের সঙ্গে এক মিউজিক ভিডিয়োতে কাজ করতে দেখা যাচ্ছে রোহনকে। অন্যদিকে ব্যস্ত নেহাও। তাঁর গান ভাল নাকি খারাপ– এ নিয়ে হাজার চর্চা থাকলেও জনপ্রিয়তার নিরিখে তিনি কিন্তু বলিউডে এক্কেবারে প্রথম সারিতেই অবস্থান করছেন।

View this post on Instagram

A post shared by Neha Kakkar (@nehakakkar)