AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জীবনে নেই মালাইকা? তাই কি এমন পোস্ট করছেন অর্জুন…

Malaika-Arjun: সম্প্রতি অর্জুনের জন্মদিনে একটিও পোস্ট করতে দেখা যায়নি মালাইকাকে। ফলে ব্রেকআপের গুঞ্জন সত্যি প্রমাণিত হওয়ার দিকেই এগোচ্ছে। তাঁর মধ্যে অর্জুন এবং মালাইকা ইঙ্গিতবাহী পোস্ট করে বুঝিয়ে দিচ্ছেন, তাঁদের মধ্যে হয়তো কিছুই ঠিক নেই।

জীবনে নেই মালাইকা? তাই কি এমন পোস্ট করছেন অর্জুন...
মালাইকা-আরোরা।
Follow Us:
| Updated on: Jul 20, 2024 | 4:13 PM

বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে, প্রেমিক অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে নাকি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে অভিনেত্রী মালাইকা আরোরার। তাঁদের মধ্যে এই ছাড়োছাড়ো ভাব লক্ষ্য করেছেন নেটিজ়েনরা। এর অন্যতম কারণ বিগত কয়েক মাস ধরে কোথাও একসঙ্গে দেখা যাচ্ছে না মালাইকা-অর্জুনকে। অতীতে তাঁরা একে- অপরের জন্মদিনে মিষ্টি-মিষ্টি পোস্ট করতেন। সম্প্রতি অর্জুনের জন্মদিনে একটিও পোস্ট করতে দেখা যায়নি মালাইকাকে। ফলে গুঞ্জন সত্যি প্রমাণিত হওয়ার দিকেই এগোচ্ছে। তাঁর মধ্যে অর্জুন এবং মালাইকা ইঙ্গিতবাহী পোস্ট করে বুঝিয়ে দিচ্ছেন, তাঁদের মধ্যে হয়তো কিছুই ঠিক নেই।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু কথা লিখেছেন অর্জুন। তা পড়ে নেটিজ়েনদের মনে হয়েছে, তাঁর সঙ্গে মালাইকার সম্পর্ক আর আগের মতো নেই। হয়তো তাঁদের ব্রেকআপ হয়েই গিয়েছে। কী লিখেছেন অর্জুন? অভিনেতা লিখেছেন, “সবাই ইতিবাচক থাকতে বলেন। কিন্তু ইতিবাচক থাকা মানে এটা নয় যে, সবকিছু ঠিক আছে। বরং এটা বলা ভাল, যাই হয়ে থাক, ঠিক থাকতেই হবে।” অর্জুনের স্টোরিতে এমন কথা পড়ে নেটিজ়েনদের একটা বড় অংশের মনে হচ্ছে, মালাইকার সঙ্গে হয়তো সত্যিই তাঁর সম্পর্কটা আর নেই।

গত কয়েক বছর ধরে মালাইকার জীবনেও বয়ে যাচ্ছে বিশাল ঝড়। খান পরিবার থেকে আলাদা হয়েছেন মালাইকা। সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে গিয়েছে। পুত্র আরহানের অর্ধেক দায়িত্ব মালাইকার কাঁধে। এতকিছুর মধ্যে এক দমকা বাতাস হয়ে অর্জুন উঁকি দিয়েছিলেন মালাইকার জীবনে। কিন্তু এখন শোনা যাচ্ছে, তাঁরা নাকি চলার পথ আলাদা করেছেন। এমনও শোনা যাচ্ছে, মালাইকার জীবনে আরও এক পুরুষের আবির্ভাব ঘটেছে।