
বেশ কয়েক বছর ধরেই সলমনের যে সময় ভাল যাচ্ছে না, তা প্রায় রোজই স্পষ্ট হচ্ছে। একদিকে বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি, তো অন্যদিকে বক্স অফিসে একের পর এক ফ্লপ। সব মিলিয়ে সলমন যেন হতাশায়। কিন্তু বলিউডের দাবাং খান বলে কথা। এত সহজে কি আর ভেঙে পড়বেন? নাহ সেটা হয়নি। বরং জিম করে, পেশি ফুলিয়ে সলমন যেন ফের বলিউডের সবচেয়ে হট নায়ক। ঠিক এই সময়ই সলমনের বিরুদ্ধে রুষ্ট হলেন বিজেপি নেতা ও রাজস্থান হাই কোর্টের আইনজীবী ইন্দরমোহন সিং হানি। আর শুধু রুষ্টই নয়, সোজা ঠুকলেন মামলা।
এই রাজস্থানের মাটিতেই কৃষ্ণসার হরিণকে হত্যা করার অভিযোগে আদালতে বহুবার আসত বাধ্য হয়েছেন সলমন খান। সেই মামলা রীতিমতো সলমনের আত্মবিশ্বাস ও নায়কোচিত ভঙ্গিমাকে নাড়িয়ে দিয়েছিল। সেই স্মৃতি ভুলতে না ভুলতে ফের বিপাকে সল্লু।
তা কোন দোষে সলমনের বিরুদ্ধে মামলা ঠুকলেন বিজেপি নেতা?
ইন্দরমোহন সিং হানি একটি জনপ্রিয় পানমশালার বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ অনুযায়ী, সলমন যে পানমশালার বিজ্ঞাপন করছেন, সেখানে দেখানো হয়েছে যে সেই পানমশালায় কেশর রয়েছে। বিজেপি নেতার অভিযোগ এই পানমশালার দাবি ভুয়ো। অভিযোগপত্রে আবেদনকারী উল্লেখ করেন যে কেশরের দাম প্রতি কেজিতে প্রায় ৪ লক্ষ টাকা। সেই উপাদান এই ৫ টাকার দামের পণ্যের মধ্যে থাকাটা অসম্ভব। এই মামলার পরবর্তী শুনানির দিন ২৭ নভেম্বর।