AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অস্ত্রপচারের পর বাড়িতে বিশ্রাম পরিচালকের, মেয়ের ইনস্টাগ্রামে ‘বলড’ লুকে ধরা দিলেন অনুরাগ

‘দোবারা’ নামে একটি ছবি পরিচালনা করছেন অনুরাগ। ছবিতে অভিনয় করছেন তাপসী পান্নু, পাভাইল গুলাটি, রাহুল ভাট ও শাশ্বত চট্টোপাধ্যায়। এই নিয়ে তৃতীয়বার একসঙ্গে কাজ করছেন তাপসী ও অনুরাগ।

অস্ত্রপচারের পর বাড়িতে বিশ্রাম পরিচালকের, মেয়ের ইনস্টাগ্রামে 'বলড' লুকে ধরা দিলেন অনুরাগ
আলিয়াহ-অনুরাগ।
| Updated on: May 30, 2021 | 8:48 AM
Share

সম্প্রতি পরিচালকের অস্ত্রপচার হয়েছে। তিনি আপাতত সুস্থ। কিছুদিন আগে অস্বস্তি বোধ হওয়ায় অনুরাগ কাশ্যপ শারীরিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। অ্যাঞ্জিওগ্রাফিতে তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে। এরপরেই তাঁকে আন্ধেরির একটি হাসপাতালে ভর্তি হয়ে দ্রুত অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সেই পরামর্শ অনুযায়ী অ্যাঞ্জিওপ্লাস্টি করিয়ে ছিলেন অনুরাগ। এখন তিনি বাড়িতে রয়েছেন। তাঁর মেয়ে আলিয়াহ কাশ্যপ মার্কিন মুলুকে পড়াশোনা করছিলেন, তবে এখন তিনি মুম্বইতে আছেন।

আরও পড়ুন “যদি আপনাকে বলি আমি আজ ভাল নেই, কী করবেন?” মনখারাপ প্রশ্ন মিমির

সম্প্রতি মেয়ের সোশ্যাল পোস্টে ধরা দিলেন বাবা। সুস্থ হওয়ার পর বাবাকে নিয়ে একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করলেন মেয়ে আলিয়াহ। ইনস্টাগ্রাম স্টোরিজে আলিয়াহর পোস্ট করা ভিডিয়ো ক্লিপটিতে অনুরাগের মাথায় চুল নেই। তাঁকে একটি নীল টি-শার্ট পরেছিলেন। মুখে এক সহজ হাসি হাসতে দেখা যায় এবং তাঁর গলায় কালো মাস্ক ঝুলছিল। ক্যামেরাটি তাঁর মুখের দিকে জুম করার সঙ্গে সঙ্গে অনুরাগ বলে ওঠেন, “আমি এত অন্ধ।” মেয়ে আলিয়াহর হাসির শব্দও শোনা যায়।

সপ্তাহের শুরুর দিকে অ্যাঞ্জিওপ্লাস্টি করান অভিনেতা। ডাক্তার ৪৮ বছর বয়সী এই পরিচালককে কয়েক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

অনুরাগকে শেষ দেখা গিয়েছে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ব্ল্যাক কমেডি-থ্রিলার ছবি ‘একে ভার্সেস একে’-তে। তিনি এই ছবিতে অভিনয় করেন, সংলাপ লেখেন এবং এগজিকিউটিভ প্রোডিউসার হিসেবেও কাজ করেন। বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় এই ছবিতে অনুরাগ ছাড়াও অভিনয় করেন অনিল কাপুর। এছাড়া আরও একটি ছবিতে অভিনয় করেছেন অনুরাগ। সেই ছবিটি অবশ্য এখনও মুক্তি পায়নি। এই ছবিটির নাম ‘বাসুরি: দ্য ফ্লুট’। অগাস্তো ক্রিয়েশনসের নাটক ‘ভানাভিলিন অ্যাম্ববু’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। এই ছবির পরিচালক হরি বিশ্বনাথ।

‘দোবারা’ নামে একটি ছবি পরিচালনা করছেন অনুরাগ। ছবিতে অভিনয় করছেন তাপসী পান্নু, পাভাইল গুলাটি, রাহুল ভাট ও শাশ্বত চট্টোপাধ্যায়। এই নিয়ে তৃতীয়বার একসঙ্গে কাজ করছেন তাপসী ও অনুরাগ। তাঁরা এর আগে ‘মনমর্জিয়া’ ও ‘সান্ড কি আঁখ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন।