‘এখন আমি বেকার’, প্রকাশ্যে স্বীকার করলেন ফতিমা সানা শেখ

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আপাতত বেকার ফতিমা। লকডাউনের জন্য শুটিং এমনিতেই বন্ধ। কিন্তু লকডাউনের পরেই শুটিং শুরু করতে পারবেন, ফতিমার অবস্থা এমনও নয়।

‘এখন আমি বেকার’, প্রকাশ্যে স্বীকার করলেন ফতিমা সানা শেখ
ফতিমা সানা শেখ।
Follow Us:
| Updated on: May 31, 2021 | 5:20 PM

ফতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)। বলিউডে নিজের অভিনয় দক্ষতায় পায়ের তলার জমি শক্ত করেছেন অভিনেত্রী। ‘দঙ্গল’ হোক বা ‘ঠাগস অব হিন্দুস্তান’, বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এ হেন অভিনেত্রীর হাতে কাজ নেই! তিনি বেকার?

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আপাতত বেকার ফতিমা। লকডাউনের জন্য শুটিং এমনিতেই বন্ধ। কিন্তু লকডাউনের পরেই শুটিং শুরু করতে পারবেন, ফতিমার অবস্থা এমনও নয়। তাঁর হাতে এই মুহূর্তে কোনও কাজ নেই বলেই জানালেন।

ফতিমাকে তাঁর আসন্ন ছবি সম্পর্কে জিজ্ঞেস করা বলে, তিনি সাংবাদিকদের বলেন, “এখন আমি বেকার। করোনা পরিস্থিতি ঠিক হলে যখন সকলে কাজ শুরু করবেন, তখন আমিও কাজ পাব। এখন হাতে কোনও কাজ নেই।”

ফতিমা নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি সুস্থ। সে সময় অনিল কাপুর তাঁকে সাহায্য করেছিলেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তার আগেই রাজস্থানে অনিলের সঙ্গে একটা শুটিংয়ে গিয়েছিলেন ফতিমা।

শুধু বড়পর্দাই নয়, অনুরাগ বসু পরিচালিত ‘লুডো’, ‘আজীব দাস্তা’-এর মতো ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া প্রজেক্টেও কাজ করেছেন ফতিমা। ফের তাঁকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

আরও পড়ুন, মানালি-অভিমন্যুর নয়া উদ্যোগ, যৌনকর্মীদের জন্য ক্রাউড ফান্ডিং দম্পতির