AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tripti Dimri: ‘সেক্স করেছিস?’ সরাসরি কাকে প্রশ্ন করে বসলেন তৃপ্তি…

Bollywood Gossip: রণবীর কাপুরের সঙ্গে তাঁর রোম্যান্সের দৃশ্য বলিউডে ঝড় তুলেছে। ছবির মূল অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে রণবীর কাপুরের রোম্যান্স চর্চিত হয়েছিল ছবি মুক্তি পাওয়ার আগে থেকে। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর তা সম্পূর্ণ রূপে পাল্টে যায়। কারণ সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন তৃপ্তি দিম্রি।

Tripti Dimri: 'সেক্স করেছিস?' সরাসরি কাকে প্রশ্ন করে বসলেন তৃপ্তি...
| Edited By: | Updated on: Dec 14, 2023 | 6:13 PM
Share

তৃপ্তি দিম্রি, বলিউডের অন্যতম নাম। যাঁকে নিয়ে এখন সর্বত্র চর্চা তুঙ্গে। এবার তাঁর এক পুরোনো ভিডিয়ো হল নেটদুনিয়ায় ভাইরাল। যেখানে তাঁকে কথা প্রসঙ্গে বলতে শোনা গেল– সেক্স করেছিস? ভিডিয়োটি একটি প্রোমোশনের ভিডিয়ো। যেখানে তিনি নিজেই বলছেন তিনি সম্পর্ক নিয়ে কথা বলতে পছন্দ করেন না, আবার তিনি নিজেই গোপনে গসিপ করছেন। বন্ধুদের ফোন করে জানতে চাইছেন তাঁদের সম্পর্কের কথা, তাঁরা সেক্স করেছেন কি না, ইত্যাদি। সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হতে দেখা যায় তৃপ্তির সেই ভিডিয়ো। যেখানে তৃপ্তির বয়স বেশ কম। অ্যানিম্যান খ্যাত অভিনেত্রী এবার বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে ব্যস্ত। একটা ছোট্ট চরিত্র তাঁর কেরিয়ারে বিশাল প্রভাব ফেলে।

যেখানে রণবীর কাপুরের সঙ্গে তাঁর রোম্যান্সের দৃশ্য বলিউডে ঝড় তুলেছে। ছবির মূল অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে রণবীর কাপুরের রোম্যান্স চর্চিত হয়েছিল ছবি মুক্তি পাওয়ার আগে থেকে। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর তা সম্পূর্ণ রূপে পাল্টে যায়। কারণ সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন তৃপ্তি দিম্রি। ছবিতে যাঁর অংশ সর্বসাকূল্যে ২০ মিনিট। সম্প্রতি তাঁকে ভিকি কৌশলের সঙ্গেও ভাইরাল হতে দেখা যায়।

A funny skit ft. Tripti Dimri 8 years ago!!! byu/ComfortableExtent166 inBollyBlindsNGossip

এই ছবি গত বছরের। শেষ বছর রোম্যান্টিক কমেডি ছবিতে শুট করছিলেন তাঁরা। যে ছবি লিক হয়েছে তা এই ছবির সেট থেকেই। যেখানে এক রোম্যান্টিক দৃশ্যে দেখা যায় এই দুই স্টারকে। ভিকির চোখে চোখ রেখে ভাইরাল এবার তৃপ্তি। নয়া সমীকরণ নিয়ে শুরু হয়েছে বলিউডে চর্চা। যদিও ছবির মু্ক্তির খবর আগেই সামনে এসেছে। তবে ভিকির সঙ্গেও বেশ নজর কাড়া তৃপ্তি। দেখা গেল খোলামেলা পোশাকে। সম্প্রতি এই ভিডিয়োও নেট দুনিয়ায় ভাইরাল হতে দেখা যায়।