AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রোজ দশ-দশটা ডিমে ব্রেকফাস্ট সারছেন ভিকি কৌশল!

ভিকির পার্সোনাল শেফ এও বলেন ইতিমধ্যে দুটো ডিম ফাটিয়ে খাওয়াও হয়ে গিয়েছে।

রোজ দশ-দশটা ডিমে ব্রেকফাস্ট সারছেন ভিকি কৌশল!
ভিকি।
| Updated on: Feb 28, 2021 | 4:17 PM
Share

অভিনেতাকে ‘ফিট’ হতে হবে। তার জন্য নিয়মিত ডায়েট চার্ট প্রয়োজন এবং সেটা মেনে চললে শরীরস্বাস্থ্য থাকবে একেবারে চাঙ্গা। অক্ষয় আরোরা, অভিনেতা ভিকি কৌশলের পার্সোনাল শেফ। অক্ষয় নিজের ইনস্টা স্টোরিতে ভিকির ব্রেকফাস্ট ডায়েটের এক ঝলকের ছবি পোস্ট করেন।

ইনস্টাগ্রাম স্টেরিতে কিচেনের ছবি পোস্ট করেন অক্ষয় । ছবিতে দেখা যাচ্ছে টেবিলে রয়েছে রেড-গ্রিন-ইয়োলো বেলপেপার, চপড মাশরুম, টোমাটো সস, অলিভ ওয়েল, এবং আটটি ডিম। অক্ষয় আরও লেখেন, ‘আন্দাজ করুন এই ব্রেকফাস্টটি কার?’ অপশনও দিয়ে দেন অক্ষয়। তিনি লেখেন, ‘ভিকি কৌশল না দ্য রক-এর’। শেফ এও বলেন ইতিমধ্যে দুটো ডিম ফাটিয়ে খাওয়াও হয়ে গিয়েছে।

স্টোরিতে কে ঠিক ১০টি ডিম তাঁর ব্রেকফাস্টে খাচ্ছেন তা অবশ্য পরিষ্কার করে বলেননি অক্ষয়। তবে নেটিজেন বুঝতেই পেরে গিয়েছেন আর কেউ নন, ভিকির ব্রেকফাস্ট মেনুতে রয়েছে দশ-দশটি ডিম!

ভিকি কৌশলকে স্ক্রিনে শেষ দেখা গিয়েছিল ‘ভুত: দ্য হন্টেড শিপ’ ছবিতে। সম্প্রতি তিনি ‘ধুম-থ্রি’ খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য ছবির শুটিং শেষ করলেন। ভিকিকে দেখা যাবে ‘মিস্টার লেলে’, ‘সর্দার উধাম সিং’ এবং ‘দ্য ইমর্টাল—অশ্বথামা’ ছবিতে।