Varun Dhawan: বরুণের মানসিক স্থিতি নিয়ে চিন্তিত ছিলেন মা করুণা, ভেবেছিলেন তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করবেন ছেলে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Apr 26, 2022 | 2:25 PM

Varun Dhawan Dark Secrets: বরুণের পাল্টাতে থাকা ব্যবহারে রাতের ঘুম উড়ে গিয়েছিল তাঁর মা করুণা ধাওয়ানের। ছেলেকে চিনতে পারতেন না তিনি।

Varun Dhawan: বরুণের মানসিক স্থিতি নিয়ে চিন্তিত ছিলেন মা করুণা, ভেবেছিলেন তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করবেন ছেলে
'বদলাপুর'-এ বরুণ ধাওয়ান।

Follow Us

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান। সেটাই ছিল তাঁর ডেবিউ ছবি। করণ জোহর লঞ্চ করেছিলেন এই তারকা সন্তানকে। বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ান তাঁকে লঞ্চ করেননি। বরুণ অভিনয়ে আসেন সেই করণ জোহরের হাত ধরেই। সেই ছবিতে ছিলেন আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রাও। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি বরুণকে। একের পর-এক ছবিতে কাজ পেতে শুরু করেন তিনি। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’তে অভিনয় করে সকলের নজরে এসেছিলেন। তারপর ২০১৫ সালে তাঁকে দেখা যায় শ্রী রাম রাঘবন পরিচালিত থ্রিলার ছবি ‘বদলাপুর’-এ। এই ছবিতে একটি ডার্ক চরিত্রে দেখা যায় বরুণকে। তাঁর কেরিয়ারের ভোল পাল্টে দিয়েছে ‘বদলাপুর’। রোম্যান্টিক, রম-কম, চকোলেট বয় ইমেজ ভেঙে বরুণ হয়ে উঠেছিলেন ডার্ক গল্পের নায়ক। এর জন্য বাড়ির লোকেদের অনেক বেগ পেতে হয়েছিল। বদলাপুরে ‘রঘু’র চরিত্রে ঢোকার জন্য দিনরাত মেহনত করতে হয়েছে তাঁকে। শারীরিক কসরত নয়। মানসিক কসরত। যাতে নিজের ইমেজ ভেঙে সম্পূর্ণভাবে রঘু হয়ে উঠতে পারেন বরুণ।

রঘু হয়ে ওঠার জন্য নিজেকে সকলের চেয়ে আলাদা করে নিয়েছিলেন বরুণ ধাওয়ান। বন্ধুদের সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছিলেন পুরোপুরি। ২০১৯ সালে বরুণের মা করুণা ধাওয়ান একটি সাক্ষাৎকারে বলেছিলেন, সেই সময় বরণ তাঁর মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন। তিনি মনে করতে শুরু করেছিলেন বরুণ আর তাঁর সন্তান নন। তাঁর মনে হত বরুণের হাতে ছুরি থাকলে, তাই দিয়েই তিনি নিজের মাকে খুন করে ফেলবেন। বরুণের পাল্টাতে থাকা ব্যবহার নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন করুণা ও বাড়ির অন্যান্যরা।

সম্প্রতি নীতেশ তিওয়ারির ‘ভাওয়াল’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন বরুণ। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর। কৃতি শ্যাননের সঙ্গে ‘ভেড়িয়া’ ছবিতে অভিনয় করেছেন বরুণ। তাঁকে দেখা যাবে ‘যুগ যুগ জিও’তেও। সেখানে তাঁর নায়িকা কিয়ারা আডবানী।

আরও পড়ুন: Yash-Nusrat-Yishaan: নিজেরা ঘুমবেন বলে ছোট্ট ছেলে ঈশানের জন্য ‘খারাপ’ ঘুমের পদ্ধতি বের করেছেন যশ-নুসরত

আরও পড়ুন: Parambrata Chatterjee: ঘাড় পর্যন্ত লম্বা চুল, মাথায় সিঁথি; পরমব্রতকে এক বাংলাদেশি মহিলা পরিচালকের সঙ্গে দেখা যাবে কিফে

আরও পড়ুন: Anamika Saha: প্রসেনজিৎ আমাকে ক্যামেরার সামনে পায়ে হাত দিয়ে প্রণাম করত, তারপরই থাপ্পড় মারত: অনামিকা সাহা

Next Article
Kartik Aaryan: কার্তিক জানিয়েছেন কাল আসছেন, কোথায় তা জানতে অধীর আগ্রহে তাঁর মহিলা অনুরাগীরা
Shahrukh Khan: ফের ট্রোলের মুখে শাহরুখ, গাড়িতে কালো পর্দা লাগিয়েছেন, নিন্দুকেরা বলছেন, ‘ওকে এবার পাত্তা দেওয়া বন্ধ করুন…’