বলিউডে জমজমাট রাখি, কী কী করলেন সেলিব্রিটিরা?

রাখি উৎসবে মেতে উঠেছে গোটা বলিউড। তারকা ভাই-বোনেরা নিয়ম নিষ্ঠা মেনে পালন করছেন রাখি উৎসব।

|

Aug 09, 2025 | 6:32 PM

1 / 7
রাখি উৎসবে মেতে উঠেছে গোটা বলিউড। তারকা ভাই-বোনেরা নিয়ম নিষ্ঠা মেনে পালন করছেন রাখি উৎসব। রিধিমা কাপুর যেমন, রণবীরের হাতে পরালেন রাখি। অন্যদিকে অক্ষয় কুমারও তাঁর দিদির হাত থেকে পরলেন রাখি। ছবি- ইনস্টাগ্রাম

রাখি উৎসবে মেতে উঠেছে গোটা বলিউড। তারকা ভাই-বোনেরা নিয়ম নিষ্ঠা মেনে পালন করছেন রাখি উৎসব। রিধিমা কাপুর যেমন, রণবীরের হাতে পরালেন রাখি। অন্যদিকে অক্ষয় কুমারও তাঁর দিদির হাত থেকে পরলেন রাখি। ছবি- ইনস্টাগ্রাম

2 / 7
ভাই বা দাদা নেই তো কী হয়েছে? দুই বোন, ভাই বা দাদার থেকে কম কীসে! তাই শিল্পা শেট্টি, শমিতা শেট্টি মিলে রাখির দিন শেয়ার করলেন দুই বোনের বন্ধুত্বের ছবি। এটাই তাঁদের সেরা রাখি। ছবি- ইনস্টাগ্রাম

ভাই বা দাদা নেই তো কী হয়েছে? দুই বোন, ভাই বা দাদার থেকে কম কীসে! তাই শিল্পা শেট্টি, শমিতা শেট্টি মিলে রাখির দিন শেয়ার করলেন দুই বোনের বন্ধুত্বের ছবি। এটাই তাঁদের সেরা রাখি। ছবি- ইনস্টাগ্রাম

3 / 7
অন্যদিকে, আয়ুষ্মান খুরানা ও অর্জুন কাপুর ফিরে গেলেন ছোটবেলায়। রাখির দিনে কোলাজে ভরিয়ে তুললেন রাখি উৎসব। ছবি- ইনস্টাগ্রাম

অন্যদিকে, আয়ুষ্মান খুরানা ও অর্জুন কাপুর ফিরে গেলেন ছোটবেলায়। রাখির দিনে কোলাজে ভরিয়ে তুললেন রাখি উৎসব। ছবি- ইনস্টাগ্রাম

4 / 7
 রাখি উৎসবের ছবি শেয়ার করেছেন সঞ্জয় দত্তও। অন্যদিকে, রিনা কাক সলমনকে নিজের ভাইয়ের মতো দেখেন। তবে অসুস্থ থাকার কারণে এবারে রাখি পরাতে পারেননি। কিন্তু ছবি শেয়ার করে সল্লু ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাখি উৎসবের ছবি শেয়ার করেছেন সঞ্জয় দত্তও। অন্যদিকে, রিনা কাক সলমনকে নিজের ভাইয়ের মতো দেখেন। তবে অসুস্থ থাকার কারণে এবারে রাখি পরাতে পারেননি। কিন্তু ছবি শেয়ার করে সল্লু ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

5 / 7
সাইয়ারা ছবির হাত ধরে তাঁর ভাই এখন বলিউডের নতুন ক্রাশ। তাই ভাই আহান পাণ্ডের সঙ্গে ছবির কোলাজ শেয়ার করলেন অনন্যা পাণ্ডে। রাখি উদযাপনের ছবি শেয়ার করলেন ক্রুশ্না অভিষেকও । ছবি- ইনস্টাগ্রাম

সাইয়ারা ছবির হাত ধরে তাঁর ভাই এখন বলিউডের নতুন ক্রাশ। তাই ভাই আহান পাণ্ডের সঙ্গে ছবির কোলাজ শেয়ার করলেন অনন্যা পাণ্ডে। রাখি উদযাপনের ছবি শেয়ার করলেন ক্রুশ্না অভিষেকও । ছবি- ইনস্টাগ্রাম

6 / 7
দিদির দেওয়া রাখি হাতে পরে ছবি পোস্ট করলেন রণদীপ হুডা। অন্যদিকে ভাইবোনদের নিয়ে জমজমাট রাখি পালন করলেন নেহা কক্কর। ছবি- ইনস্টাগ্রাম

দিদির দেওয়া রাখি হাতে পরে ছবি পোস্ট করলেন রণদীপ হুডা। অন্যদিকে ভাইবোনদের নিয়ে জমজমাট রাখি পালন করলেন নেহা কক্কর। ছবি- ইনস্টাগ্রাম

7 / 7
ভাই ইব্রাহিমকে রাখি পরালেন সারা আলি খান। অন্যদিকে বোনের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেতা সুনীল শেট্টি। ছবি- ইনস্টাগ্রাম

ভাই ইব্রাহিমকে রাখি পরালেন সারা আলি খান। অন্যদিকে বোনের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেতা সুনীল শেট্টি। ছবি- ইনস্টাগ্রাম