AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবার বাড়ি তিনিই পেয়েছেন, এই মুহূর্তে কত কোটির মালিক ঐশ্বর্যার ননদ?

Bachchan family: বাবা-মা ভাই ও ভাইয়ের স্ত্রীর মতো অভিনয় জগতে আসেননি তিনি। তবু তাঁর সম্পত্তির পরিমাণ শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন। কী কী আছে তাঁর ঝুলিতে? কী করেন তিনি? কত টাকারই বা মালিক শ্বেতা বচ্চন নন্দা?

বাবার বাড়ি তিনিই পেয়েছেন, এই মুহূর্তে কত কোটির মালিক ঐশ্বর্যার ননদ?
এই মুহূর্তে কত কোটির মালিক ঐশ্বর্যার ননদ?
| Updated on: Mar 26, 2024 | 7:55 PM
Share

শ্বেতা বচ্চনকে চেনেন? অমিতাভ ও জয়ার আদরের সন্তান তিনি। প্রথম সন্তানও বটে। পুরো পরিবারের থেকে খানিক আলাদা শ্বেতা। বাবা-মা ভাই ও ভাইয়ের স্ত্রীর মতো অভিনয় জগতে আসেননি তিনি। তবু তাঁর সম্পত্তির পরিমাণ শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন। কী কী আছে তাঁর ঝুলিতে? কী করেন তিনি? কত টাকারই বা মালিক শ্বেতা বচ্চন নন্দা?

শ্বেতার টাকার অভাব নেই। গত বছর তাঁর ভাগ্যে এসেছে বড় পরিবর্তন। সাধের বাড়ি ‘প্রতীক্ষা’ মেয়ে শ্বেতার নামে লিখে দিয়েছেন অমিতাভ। যে বাড়ির এই মুহূর্তে বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এ ছাড়াও শ্বেতা কিন্তু একজন লেখকও। তাঁর বই আছে। এমএক্সএস নামক এক জামাকাপড়ের ব্র্যান্ডেরও প্রতিষ্ঠাতা তিনি। সব মিলিয়ে এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৬০ কোটির কাছাকাছি। ভাই অভিষেক অথবা ঐশ্বর্যার মতো বিপুল সংখ্যক অর্থ না থাকলেও তাঁর যা আছে তা কিন্তু নেহাতই ফেলনা নয়। পড়াশোনায় বরাবরই বেশ ভাল ছিলেন শ্বেতা। বস্টন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। তবে সিনে জগৎ কোনওদিনও টানেনি তাঁকে। তাই নিজের ইচ্ছে মতো পেশা বেছে নিয়েছেন শ্বেতা।

শ্বেতার দুই সন্তান। নভ্যা নভেলি নন্দা ও অগস্ত্য নন্দা– মায়ের মতো নভ্যাও শো-বিজে পা রাখেননি। অন্যদিকে অগস্ত্য কিন্তু ইতিমধ্যেই ডেবিউ করে ফেলেছেন সিনে দুনিয়ায়। জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’-এ দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে নভ্যা যুক্ত আছেন সমাজকল্যাণ মূলক প্রজেক্টের সঙ্গে। তাঁর নিজস্ব অলাভজনক সংস্থাও রয়েছে।