Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সারাদিন কেটে গেল, ঐশ্বর্যর জন্মদিনে কি এল অভিষেকের শুভেচ্ছা?

Abhishek-Aishwarya: সারাদিন একটা দিকেই নজর ছিল সকলের। সারা দিন প্রায় কেটে গেল। সবাই ভাবছিলেন এবার হয়তো আসবে বিশেষ পোস্ট। কিন্তু এখনও পর্যন্ত এল না কোনও পোস্ট। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। কথা হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের। ১ নভেম্বর ৫১ বছর বয়সে পা দিলেন ঐশ্বর্য।

সারাদিন কেটে গেল, ঐশ্বর্যর জন্মদিনে কি এল অভিষেকের শুভেচ্ছা?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2024 | 10:19 PM

সারাদিন একটা দিকেই নজর ছিল সকলের। সারা দিন প্রায় কেটে গেল। সবাই ভাবছিলেন এবার হয়তো আসবে বিশেষ পোস্ট। কিন্তু এখনও পর্যন্ত এল না কোনও পোস্ট। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। কথা হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের। ১ নভেম্বর ৫১ বছর বয়সে পা দিলেন ঐশ্বর্য। বলিপাড়ার অনেকেই নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু স্বামী অভিষেক বা বচ্চন পরিবারের কারও তরফ থেকেই আসেনি কোনও শুভেচ্ছা বার্তা। যা নিয়ে শুরু হয়েছে তীব্র জলঘোলা। অনেকেই দুইয়ে দুইয়ে চার করেছেন । তাহলে কি সত্যিই অশান্তি তুঙ্গে? উত্তর যদিও এখনও অধরা।

শ্বশুরবাড়ির সঙ্গে মোটে বনিবনা নেই নাকি রাইসুন্দরীর। বলিসূত্রে খবর,’ধুম ২’-এ হৃত্বিক রোশনের সঙ্গে চুম্বন দৃশ্যে ঐশ্বর্যকে দেখার পর থেকেই তাঁর প্রতি বিরক্তি সৃষ্টি জয়ার। কড়া ভাষায় নাকি তিনি ঐশ্বর্যকে জানিয়ে দিয়েছিলেন বচ্চন বাড়ির বউমা হলে এই ধরনের দৃশ্যে অভিনয় করা যাবে না। তা নিয়ে নাকি বচ্চন পরিবারের অন্দরে তৈরি হয়েছিল বিস্তর অশান্তির। শুধু তাই নয় মেয়ে আরাধ্যা বচ্চনকে সারাক্ষণ সঙ্গে নিয়ে থাকার জন্যও নাকি বচসা হয় তাঁদের। নায়িকা নাকি মেয়েকে পরিবারের কারও সঙ্গে সে ভাবে মিশতে দেন না। তা নিয়ে বিস্তর অশান্তির সৃষ্টি হয়। তাই তো একবার ঐশ্বর্য প্রসঙ্গে জয়া বলেছিলেন, “ঐশ্বর্য আমার পুত্রবধূ। ওকে শিক্ষা দেওয়া, শাসন করার দায়িত্ব আমার নয়। তার জন্য ওর মা আছে। আমি আশা করি মায়ের থেকে ঐশ্বর্য সঠিক শিক্ষাই পেয়েছে।”