AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exclusive: ‘আমার মা বড় গোয়েন্দা’, কেন এমন বললেন কোয়েল?

এবছর বড়দিনে মুক্তি পেতে চলেছে এই ছবি। এই ছবি নিয়ে টিভিনাইন বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কোয়েল জানালেন, তিনি নিজে মিতিন মাসির চরিত্রে অভিনয় করছেন ঠিকই, তবে তাঁর প্রিয় গোয়েন্দাদের মধ্যে প্রথমেই রয়েছেন মিস মার্পল, এছাড়াও ব্যোমকেশ, ফেলুদা তো আছেই।

Exclusive: 'আমার মা বড় গোয়েন্দা', কেন এমন বললেন কোয়েল?
| Edited By: | Updated on: Dec 17, 2025 | 6:10 PM
Share

ঘরে বাইরে সমানতালে সামলাচ্ছেন টলি কুইন কোয়েল মল্লিক। দুই সন্তানদের সামলে বড়পর্দা কাঁপাচ্ছেন অভিনেত্রী। ‘স্বার্থপর’ ছবির বক্স অফিস সাফল্যের রেশ কাটার আগেই আবার বড়পর্দায় ‘মিতিন মাসি’ রূপে আসছেন কোয়েল। পরিচালক অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন একটি খুনির সন্ধানে’ মিতিনের চরিত্রে আবারও দেখা যাবে কোয়েল মল্লিককে।

এবছর বড়দিনে মুক্তি পেতে চলেছে এই ছবি। এই ছবি নিয়ে টিভিনাইন বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কোয়েল জানালেন, তিনি নিজে মিতিন মাসির চরিত্রে অভিনয় করছেন ঠিকই, তবে তাঁর প্রিয় গোয়েন্দাদের মধ্যে প্রথমেই রয়েছেন মিস মার্পল, এছাড়াও ব্যোমকেশ, ফেলুদা তো আছেই।

কোয়েল মল্লিককে টিভিনাইন বাংলা থেকে প্রশ্ন করা হয়, মহিলারা এমনিতেই গোয়েন্দাগিরি পছন্দ করেন, তিনি এমন কোনও কাকিমা-পিসিমাকে দেখেছেন যাঁরা স্বভাব বসত প্রতিনিয়ত গোয়েন্দাগিরি করেন?

এই প্রশ্নের উত্তরে কোয়েল বলেন, “আমার মা সবথেকে বড় গোয়েন্দা। আমার মতে। মা সব সময় আত্মীয় , বন্ধুদের খবর রাখেন, মায়ের মধ্যে এমন একটা ইনটিউশন পাওয়ার আছে, যে মা ঠিক বুঝতে পারেন, গল্প করতে করতেই হঠাৎই বলেন, ‘অমুকের খোঁজ নিয়ে দেখ তো? মনে হচ্ছে ওর কোন সমস্যা চলছে, ওকে দেখে ঠিক মনে হল না।’ খবর নিতে গিয়ে দেখা যায়, সত্যি তাঁর বাড়িতে সমস্যা রয়েছে, বা সে নিজে সমস্যার মধ্যে রয়েছে। এটা আমার মায়ের রয়েছে। আর সবার খবরাখবর রাখেন মা। আমদের উপর তো নজর,থাকেই। ”

তিনি আরও বলেন, ‘তবে পাড়ার কাকিমা, পিসিমা তো রয়েইছে যাঁরা সব সময় খবর রাখেন, গোয়েন্দাগিরি করেন, ওর সঙ্গে ওর কী হল? এখন কী করছে, চলতেই থাকে, (হাসি)। মজা করে হলেও এটা ঠিক বাঙালি গোয়েন্দাগিরি পছন্দ করে। তাই রহস্য গল্প পছন্দ করেন। ”

কোয়েল বাস্তবে গোয়েন্দাগিরি করেন? এই প্রশ্নের উত্তরে বললেন, ” আমি সাইকলজির স্টুডেন্ট, তাই বাড়িতে কবীরের সবকিছু নজর রাখি। মাঝে মধ্যেই ওর থেকেই খোঁজ নিয়ে থাকি কী কী দুষ্টুমি করল সারাদিন, চকলেট খেলো কি না। এটা সব মা-ই করে থাকেন।”