মাইনে বাড়ল দিলীপের, তা-ও ফারহার কাছে কাঁদলেন কেন?

ফারাহ খানের ইউটিউব চ্যানেল এখন ২৫ লাখ (২.৫ মিলিয়ন) সাবস্ক্রাইবার ছুঁয়ে ফেলেছে। সাম্প্রতিক এই ভিডিও ২০ ঘণ্টার মধ্যেই ১৫ লাখ (১.৫ মিলিয়ন) ভিউ পেয়েছে। ফরহার সঙ্গে দিলীপের মজার মুহূর্তগুলো দর্শকরা দারুণ উপভোগ করছেন, আর এর ফলে দিলীপ রাতারাতি এক জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।

মাইনে বাড়ল দিলীপের, তা-ও ফারহার কাছে কাঁদলেন কেন?

| Edited By: Bhaswati Ghosh

Oct 18, 2025 | 1:22 PM

ফরহা খান সোশ্যাল মিডিয়াতে অনেক মজার ভিডিয়ো করেন তাঁর রাঁধুনি দিলীপের সঙ্গে। এখন দিলীপের জনপ্রিয়তাও দেখার মতো। দিলীপ তাঁর সাম্প্রতিক বেতন বাড়ায় খুব খুশি! কিন্তু তিনি চান না যে, ফরহা ম্যাম তা জানুন। তাঁর নতুন ভিডিওতে, যেখানে ফরহা আর দিলীপ অভিনেতা রাঘব জুয়ালকে দুপুরের খাবারে স্বাগত জানান, দিলীপই প্রথমে ভিডিও শুরু করেন এবং নিজের বেতন বৃদ্ধির কথা বলেন।

তিনি বলেন, “ আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের শো খুব ভালো চলছে। ম্যাম আমাদের বেতনও বাড়িয়ে দিয়েছেন। আমরা খুব খুশি। আপনারা ম্যামকে এটা বলবেন না, কারণ আমি খুব খুশি। আসলে আমি যদি আরও কান্নাকাটি করি, তা হলে হয়তো আরও বেতন বাড়বে।” ফরহা যখন রান্নাঘরে প্রবেশ করেন, দিলীপ তখন দুঃখী মুখ করে দাঁড়িয়ে থাকেন।

ফরহা জিজ্ঞাসা করেন, “দিলীপ, কী হয়েছে তোমার? তুমি কাঁদছ কেন?” দিলীপ সঙ্গে সঙ্গে বলেন, “ম্যাম, আমার বেতন বাড়ান।” ফরহা বিরক্ত হয়ে জবাব দেন, “আমি তো হঠাৎ করেই তোমার বেতন বাড়ালাম! এবার থামো। এমন লোকের বেতন কখনও বাড়ে না, কারণ সে কখনও খুশি হয় না!” ভ্লগে রাঘব জুয়ালও বলেন, এখন দিলীপ নিজেই একজন তারকা। কিন্তু তখনই ফরহা তাঁকে চুপ করিয়ে দেন, যাতে দিলীপ আবার বেতন বাড়ানোর দাবি না করে। আসলে এই পুরোটাই ছিল দর্শকদের মজা দেওয়ার জন্য।

ফারাহ খানের ইউটিউব চ্যানেল এখন ২৫ লাখ (২.৫ মিলিয়ন) সাবস্ক্রাইবার ছুঁয়ে ফেলেছে। সাম্প্রতিক এই ভিডিও ২০ ঘণ্টার মধ্যেই ১৫ লাখ (১.৫ মিলিয়ন) ভিউ পেয়েছে। ফরহার সঙ্গে দিলীপের মজার মুহূর্তগুলো দর্শকরা দারুণ উপভোগ করছেন, আর এর ফলে দিলীপ রাতারাতি এক জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। দিলীপের এক অনুরাগী আবার মজা করে লিখেছেন, ”দিলীপের বেতন আরও বাড়া দরকার। দিলীপ না থাকলে এখন ভিডিও দেখতেই ভালোলাগে না।”