ভর্তি হতেই লক্ষ লক্ষ টাকা!জানেন রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের স্কুলের খরচ কত?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 18, 2024 | 5:15 PM

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মনে এমনিতে কৌতূহলের শেষ নেই। তাঁরা কোথায় গেলেন? কী করলেন? সব নিয়েই দর্শক মনে প্রশ্নের শেষ নেই। টলিপাড়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী।

ভর্তি হতেই লক্ষ লক্ষ টাকা!জানেন রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের স্কুলের খরচ কত?

Follow Us

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মনে এমনিতে কৌতূহলের শেষ নেই। তাঁরা কোথায় গেলেন? কী করলেন? সব নিয়েই দর্শক মনে প্রশ্নের শেষ নেই। টলিপাড়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। দুই ছেলে-মেয়েকে নিয়ে তাঁদের সুখের সংসার। নায়িকা-পরিচালকের দুই সন্তানের নানা ধরনের কাণ্ড কারখানা দেখার অপেক্ষায় থাকেন দর্শক। রাজ এবং শুভশ্রীও তাঁর ছেলে-মেয়েও বিভিন্ন ঝলক নিজের ইনস্টাগ্রামে ভাগ করেই থাকেন। ইউভান, তারকা জুটির ছেলে এখন অনেকটাই বড়। ২০২৪-এ চারে পা দিল একরত্তি। দুবছর বয়সেই সে স্কুলে যায়। কিছু দিন আগে বড় স্কুলে ভর্তি হয়েছে সে। জানেন, ইউভানের স্কুলের খরচ কত?

 

‘দ্য হেরিটেজ’ স্কুলের ছাত্র ইউভান। এটি একটি ডে বোর্ডিং স্কুল। কলকাতার প্রথম সারির স্কুলগুলির মধ্য়ে অন্যতম হেরিটেজ। এই স্কুলের মাইনে শুনলে কিছুটা হলেও চমকে যাবেন। স্কুল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিন মাস পর পরেই স্কুলের ফিজ দিতে হয় অভিভাবকদের। প্রি নার্সারি এবং কেজি ক্লাসে সন্তানকে ভর্তি করতে হলে অ্যাডমিশন ফি দিতে হবে ৩ লক্ষ টাকা। আর তিন মাস পর পর দিতে হয় ৫০ হাজার টাকা। যার মধ্যে রয়েছে টিউশন ফি, খাবার এবং স্কুল বাসের ভাড়া। এখনও যদিও ইউভানের পাঁচ বছর বয়স হয়নি। হেরিটেজে ভর্তি হওয়ার আগে ইউভানকে প্লে স্কুলে ভর্তি করেছিলেন রাজ এবং শুভশ্রী। এবার ইয়ালিনি কোন স্কুলে যায় সেটাই দেখার।

Next Article