প্রেম করলেন অনেকের সঙ্গে, তবে শ্রীদেবীকন্যা জাহ্নবীর গলায় লকেট হয়ে ঝুলতে পারলেন একমাত্র তিনিই

Sridevi Daughter Janhvi Kapoor Affair : মঙ্গলবার (৯ এপ্রিল, ২০২৪) বাবা বনি কাপুর প্রযোজিত অজয় দেবগণ অভিনীত 'ময়দান'-এর স্ক্রিনিং ছিল মুম্বইয়ে। সেই স্ক্রিনিংয়ে এসেছিলেন জাহ্নবী। তখনই তাঁর গলায় ঝুলতে দেখা যায় তাঁর নামাঙ্কিত লকেটটি।

প্রেম করলেন অনেকের সঙ্গে, তবে শ্রীদেবীকন্যা জাহ্নবীর গলায় লকেট হয়ে ঝুলতে পারলেন একমাত্র তিনিই
জাহ্নবী কাপুর।
Follow Us:
| Updated on: Apr 10, 2024 | 3:15 PM

প্রেমের ফাঁদে পড়েছেন প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। তাঁর সঙ্গে অতীতে প্রেমের গুঞ্জন শোনা যায় অভিনেতা কার্তিক আরিয়ানের। দক্ষিণের তারকা বিজয় দেবেরাকোন্ডার প্রতি ক্রাশ ছিল জাহ্নবীর। কিন্তু এঁরা কেউই জাহ্নবীর গলার লকেট হয়ে ঝুলতে পারেননি। পেরেছেন একজনই। তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিণ্ডের নাতি শিখর পাহাড়িয়া।

ছোটবেলা থেকেই শিখরের সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল জাহ্নবীর। তাঁরা ছিলেন বেস্ট ফ্রেন্ড। সেই সুবাদেই শিখরকে আদর করে’শিখু’ নামে ডাকেন জাহ্নবী। সেই শিখু নামটি লকেট করে নিজের গলায় ঝুলিয়েছেন জাহ্নবী। পরোক্ষভাবে হলেও, এই প্রথম সকলের সামনে শিখকের প্রতি তাঁর প্রেম জাহির করেছেন জাহ্নবী।

মঙ্গলবার (৯ এপ্রিল, ২০২৪) বাবা বনি কাপুর প্রযোজিত অজয় দেবগণ অভিনীত ‘ময়দান’-এর স্ক্রিনিং ছিল মুম্বইয়ে। সেই স্ক্রিনিংয়ে এসেছিলেন জাহ্নবী। তখনই তাঁর গলায় ঝুলতে দেখা যায় শিখর পাহাড়িয়া থুড়ি শিখু নামাঙ্কিত লকেটটি। সাদা প্যান্ট এবং স্যুট পরেছিলেন জাহ্নবী। তাঁর চুখ ছিল খোলা। বাবা বনি কাপুর এবং সৎ দাদা অর্জুন কাপুরের সঙ্গে পোজ় দিতে দেখা যায় তাঁকে।