সুস্মিতার সঙ্গে প্রেমের চর্চা, সাহেবের প্রাক্তনের বেঘোরে মৃত্যু আজও কাঁদায় মন

Sonika Chauhan: প্রায় সাত বছর আগের ঘটনা। সময়টা ২০১৭ সালের ২৯ এপ্রিল-- রাসবিহারী মোড়ের কাছে ভোররাতে ঘটে যায় এক দুর্ঘটনা। যে দুর্ঘটনাতেই মৃত্যু হয় সাহেবের প্রেমিকা তথা সোনিকার। পুলিশি অনুসন্ধানে জানা যায়, দুরন্ত গতিতে গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারী মোড় থেকে ছুটে আসছিল একটি সাদা টয়েটো করোলা অলটিস গাড়ি।

সুস্মিতার সঙ্গে প্রেমের চর্চা, সাহেবের প্রাক্তনের বেঘোরে মৃত্যু আজও কাঁদায় মন
Follow Us:
| Updated on: Jul 06, 2024 | 5:45 PM

অবশেষে অতীত ভুলে নতুন ভাবে জীবনের গুটি সাজাচ্ছে সাহেব ভট্টাচার্য? একমনে এমনটাই প্রার্থনা করছেন তাঁর ভক্তরা। চাইছেন যেন সেই দুঃসহ অতীত ভুলে আবারও জীবনকে নতুন ভাবে দেখেন তিনি। সহঅভিনেত্রী সুস্মিতা দে’র সঙ্গে তাঁর প্রেম নিয়ে এখন চর্চা। কিন্তু মনে আছে সুপারমডেল সোনিকা চৌহানকে? যে মৃত্যু বছর কয়েক আগে দখল করে নিয়েছিল সংবাদপত্রের প্রথম পাতা। যে মৃত্যুতে দোষী কে সেই অনুসন্ধানে নেমে কার্যত দুই ভাগ হয়ে গিয়েছিল টলিপাড়া?

প্রায় সাত বছর আগের ঘটনা। সময়টা ২০১৭ সালের ২৯ এপ্রিল– রাসবিহারী মোড়ের কাছে ভোররাতে ঘটে যায় এক দুর্ঘটনা। যে দুর্ঘটনাতেই মৃত্যু হয় সাহেবের প্রেমিকা তথা সোনিকার। পুলিশি অনুসন্ধানে জানা যায়, দুরন্ত গতিতে গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারী মোড় থেকে ছুটে আসছিল একটি সাদা টয়েটো করোলা অলটিস গাড়ি। লেক মনের পাশের গলি থেকে আচমকাই বেরিয়ে আসে আর একটি গাড়ি। ওই গাড়ির সঙ্গে ধাক্কা এড়াতে গিয়েই গাড়ির চালক তাঁর সেই গাড়িটি নিয়ে পাশ কাটাতে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। গাড়ি গিয়ে সোজা ধাক্কা মারে ডিভাইডারে। বিকট আওয়াজে ছুটে আসেন আশেপাশের মানুষেরা। ততক্ষণে সব শেষে। চালক আহত। পাশে বসা সোনিকা আর নেই। চাললের সিটে সেদিন ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বিক্রমের বিরুদ্ধে মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগ ছাড়া আরও বেশ কিছু কারণে আঙুল ওঠে। টলিপাড়ায় কম আলোচনা হয়নি এই মৃত্যু নিয়ে। যদিও সাহেব বরাবরই এই ঘটনা নিয়ে নীরবতা বজায় রেখেছিলেন। এই সাত বছর অন্য কারও সঙ্গে নাম জড়াতেই দেখা যায়নি তাঁকে।

এই বছরের গোড়ার দিকে শোনা গিয়েছিল তিনি নাকি বাবা-মায়ের পছন্দের মানুষকেই জীবনসঙ্গিনী বানানোর ইচ্ছে প্রকাশ করেছেন। তবে ‘কথা’ কি ঘুরিয়ে দিল জীবনের মোড়? সহ অভিনেত্রীই হতে চলেছেন তাঁর রিয়েল-লাইফ সঙ্গী? টলিপাড়ার চর্চা তেমনটাই। দু’জনের অবশ্য মুখে কুলুপ এঁটেছেন।